নতুন ক্যামেরা ডিজাইন সহ আসছে Samsung Galaxy S23, আরও কি চমক রয়েছে নয়া রেন্ডারে

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung এর আপকামিং Galaxy S23 স্মার্টফোন সিরিজকে নিয়ে প্রায়শই নিত্যনতুন তথ্য সামনে আসছে। যেমন গতকালই, উক্ত লাইনআপ অধীনস্ত Galaxy S23+ মডেলটির একটি ‘কম্পিউটার-এইডেড ডিজাইন’ (CAD) রেন্ডার সামনে এসেছিল। যার দৌলতে আমরা হ্যান্ডসেটটির ‘ফার্স্ট লুক’ দেখতে সক্ষম হয়েছিলাম। আর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই অর্থাৎ আজ আরেকটি CAD রেন্ডার অনলাইনে প্রকাশিত হয়। যেখানে Galaxy S23 সিরিজের ভ্যানিলা মডেলের সম্ভাব্য ডিজাইন কিরূপ হবে সেই সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। একই সাথে, ডিভাইসটির রিয়ার ক্যামেরা পূর্বসূরির তুলনায় পরিবর্তিত ডিজাইন অফার করবে বলেও আভাস পাওয়া গেছে।

ফাঁস হল Samsung Galaxy S23 ফোনের CAD রেন্ডার, নতুন ক্যামেরা ডিজাইনের সাথে আসার ইঙ্গিত

স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ অন্তর্গত স্মার্টফোনগুলিকে ২০২৩ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে৷ তবে সম্ভাব্য লঞ্চের প্রায় চার মাস আগেই, জনপ্রিয় টিপস্টার অনলিকস (OnLeaks) আলোচ্য সিরিজের স্ট্যান্ডার্ড মডেল গ্যালাক্সি এস২৩ (Galaxy S23) -এর CAD রেন্ডার জনসমক্ষে প্রকাশ করেছেন৷

OnLeaks তার এই লেটেস্ট রিপোর্টে দাবি করেছেন যে, এস-সিরিজের এই ‘নেক্সট জেনারেশন’ প্রিমিয়াম ফোনটি পূর্বসূরি Samsung Galaxy S22 -এর তুলনায় আকারে কিছুটা বড় হবে অর্থাৎ এর পরিমাপ মোটামুটি ১৪৬.৩x৭০.৮x৭.৬ মিমি হতে পারে। আর ডিসপ্লে সাইজ ৬.১-ইঞ্চি থাকবে এবং প্যানেলটি সম্ভবত ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

প্রসঙ্গত পূর্বে প্রকাশিত একাধিক রিপোর্টে বলা হয়েছিল যে – আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৩ এবং গত বছর আগত এস২২ মডেল দুটির মধ্যে তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে না। তবে, সিরিজটির অধীনে আসন্ন ডিভাইসগুলির ক্যামেরা অ্যারে নতুন ডিজাইন পেতে পারে। এক্ষেত্রে, ক্যামেরা আইল্যান্ডের পরিবর্তে এস২২ আল্ট্রা মডেল অনুপ্রাণিত স্বতন্ত্র প্রসারিত লেন্স (individually protruding lenses) ব্যবহার করা হতে পারে প্রতিটি ক্যামেরায়। যাইহোক, গ্যালাক্সি এস২৩ সিরিজের ডিসপ্লের চারপাশে তুলনায় মোটা বেজেল দেখা যাবে বলে জানতে পেরেছি আমরা।

Samsung Galaxy S23 -এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

এখনও অবধি, স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজকে কেন্দ্র করে একাধিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যেখানে, সিরিজের ভ্যানিলা মডেলটি কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটের সাথে আত্মপ্রকাশ করবে বলে দাবি করা হয়েছে। আবার, এর বেশিরভাগ ডিসপ্লে ফিচারই পূর্বসূরির অনুরূপ হবে, এমন খবরও কানে এসেছিল আমাদের। এছাড়া মনে করা হচ্ছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় গ্যালাক্সি এস২৩ ফোনটি ৫% অধিক ব্যাটারির ক্যাপাসিটি অফার করতে পারে।

এই মুহূর্তে এতটুকু তথ্যই আমরা জোগাড় করতে পেরেছি। তবে লঞ্চের সময় যত ঘনিয়ে আসবে ততই আলোচ্য সিরিজ সম্পর্কে নিত্যনতুন আকর্ষণীয় তথ্য উপলব্ধ করতে পারবো বলে আমরা আশা রাখছি।