৮ জিবি র‌্যামের Redmi ফোনের উপর বাম্পার ডিসকাউন্ট, ১০ হাজার টাকার কমে আপনার অপেক্ষায়

আপনারা অনেকেই হয়তো, অধিক র‌্যাম এবং শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন কিনতে যাওয়া মানেই মোটা অংকের টাকা খরচ করতে হবে বলে ভাবতে পারেন। কিন্তু এই ভাবনা একদমই ভুল! কেননা ভারতের বাজারে এমন অনেক হ্যান্ডসেট রয়েছে যেগুলিতে উন্নত ফিচার থাকা সত্ত্বেও দাম কম রাখা হয়েছে। যেমন চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে ৬ জিবি র‍্যাম ও ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে লঞ্চ হওয়া Redmi 10A Sport মডেলটির কথা বলা যায়। এটি এমনিতে বাজেট-রেঞ্জের অধীনে এসেছে। কিন্তু এখন ই-কমার্স সাইট Amazon -এ চলা Xiaomi Days সেলে এটিকে আরো সস্তায় অর্থাৎ ফ্লাট ২৯% ডিসকাউন্টের সাথে বিক্রি করা হচ্ছে। আর উপলব্ধ ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারলে আলোচ্য মডেলটিকে ৭০০ টাকারও কম খরচ করে বাড়ি নিয়ে আসতে পারবেন।

Amazon Xiaomi Days Sale থেকে সস্তায় কিনুন Redmi 10A Sport

রেডমি ১০এ স্পোর্ট স্মার্টফোনের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ১৩,৯৯৯ টাকার এমআরপি সহ লঞ্চ করা হয়েছিল। তবে এখন এই মডেলটিকে ই-কমার্স সাইট অ্যামাজনে চলমান শাওমি ডেজ সেলে ফ্লাট ২৯% ডিসকাউন্ট সহ মাত্র ৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। অন্যান্য অফারের কথা বললে, SBI ব্যাঙ্ক কার্ড, HDFC ব্যাঙ্ক কার্ড, OneCard ক্রেডিট কার্ড, Federal ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, City Union ব্যাঙ্কের মাস্টারকার্ড ডেবিট কার্ড এবং HSBC ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে ১০% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

আবার পুরোনো মোবাইল আপগ্রেড করে রেডমির এই বাজেট হ্যান্ডসেটটি কিনলে ৯,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলবে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারলে রেডমি ১০এ স্পোর্ট স্মার্টফোনকে মাত্র ৬৪৯ টাকায় পকেটস্থ করা যাবে। ডিভাইসটিকে দুটি কালার বিকল্পে বেছে নেওয়া যাবে – সি ব্লু এবং স্লেট গ্রে।

Redmi 10A Sport -এর স্পেসিফিকেশন

রেডমি ১০এ স্পোর্ট স্মার্টফোনে ৬.৫৩-ইঞ্চির এইচডি প্লাস (১,৬০০ x ৭২০ পিক্সেল) LCD ডিউ-ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে প্যানেলটি ১৫০০:১ কনট্রাস্ট রেশিও, ২০:৯ এসপেক্ট রেশিও, ৪০০ নিট পিক ব্রাইটনেস, ৭০% এনটিএসই কালার গ্যামট এবং টিইউভি রাইনল্যান্ড (TÜV Rheinland) দ্বারা প্রত্যয়িত রিডিং মোড সাপোর্ট করে। এতে মিডিয়াটেক হেলিও জি২৫ চিপসেট আছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ (MIUI 12.5) কাস্টম পাওয়া যাবে। আবার এতে ২ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Redmi 10A Sport মডেলে – ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – ৪জি, সিঙ্গেল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, ডুয়েল সিম স্লট, মাইক্রোএসডি কার্ড স্লট, জিএনএসএস, একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। এছাড়াও, এই রেডমি ফোনে মিলবে একক বটম-ফায়ারিং অডিও স্পিকার। পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত। Redmi 10A Sport ফোনের পরিমাপ ১৬৪.৯x৭৭.০৭x৯ মিমি এবং ওজন ১৯৪ গ্রাম।