Toyota Taisor: মারুতির গড়ে টয়োটার হানা, 3 এপ্রিল ভারতে লঞ্চ করতে চলেছে নতুন SUV

মারুতি সুজুকির (Maruti Suzuki) সাথে জোট বেঁধে টয়োটা (Toyota) গাড়ি তৈরি করছে বহুদিন হল। সংস্থাদ্বয়কে প্রায়শই একে অপরের রিব্যাজ মডেল লঞ্চ করতে দেখা যায়। একই গাড়ি অন্য ব্র্যান্ড নেম ব্যবহার করে নিয়ে আসাকে বলে রিব্যাজ। এবারে টয়োটা মোটর বছরের প্রথম মডেল হিসেবে মারুতির অতি জনপ্রিয় কম্প্যাক্ট এসইউভি Fronx-এর কপি মডেল আনতে চলেছে।

Toyota আনছে Urban Cruiser Taisor

সম্প্রতি টয়োটা ভারতে Urban Cruiser Taisor নামের জন্য ট্রেডমার্ক দায়ের করেছে। এই নামেই নতুন মডেলটি আগামী 3 এপ্রিল, 2024 এদেশের বাজারে পা রাখবে। এতে করে ছোট গাড়ির দুনিয়াতে টয়োটার পদার্পণ ঘটবে। বর্তমানে উক্ত সেগমেন্টে বাজার কাঁপাচ্ছে – Tata Punch, Maruti Suzuki Fronx ও Hyundai Exter।

ভারতে আসন্ন Taisor গাড়িটি টয়োটা দ্বারা রিব্যাজ করা মারুতি সুজুকির চতুর্থতম মডেল হতে চলেছে। এর আগে Maruti Brezza-কে কপি করে Urban Cruiser SUV এনেছিল সংস্থা। যদিও পরে এর বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এখন আরও দুটি মারুতির রিব্যাজ গাড়ি বিক্রি করে টয়োটা। Ertiga MPV মডেলটি Rumion এবং Baleno -কে Glanza নামে বেচা হয়।

ইন্টেরিয়রের দিক থেকে Fronx-এর অনুরূপ হবে আসন্ন Taisor। মারুতির এসইউভি মডেলটিতে উল্লেখযোগ্য ফিচারের তালিকায় রয়েছে – 9 ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম, 360 ডিগ্রী ক্যামেরা, হেড আপ ডিসপ্লে ইত্যাদি। টয়োটার আসন্ন গাড়িতে ওয়্যারলেস চার্জিং, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে, লেদারে মোড়ানো স্টিয়ারিং টিয়ারিং হুইল দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

সুরক্ষা জনিত ফিচারের তালিকায় ফ্রঙ্ক্স-এ উপস্থিত 6টি এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, হিল হোল্ড কন্ট্রোল এবং রিয়ার পার্কিং সেন্সর। অনুমান করা হচ্ছে, শক্তির উৎস হিসাবে দুই ধরনের ইঞ্জিন পেতে চলেছে টয়োটার আসন্ন মডেল। 1.0 লিটার বুস্টারজেট টার্বো পেট্রোল এবং 1.2 লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন। এদের আউটপুট হবে যথাক্রমে 99 বিএইচপি ও 147 এনএম টর্ক এবং 88 বিএইচপি। Toyota Taisor -এ দেওয়া হতে পারে হাইব্রিড পাওয়ারট্রেন। 5-স্পিড ম্যানুয়াল, 5-স্পিড এএমটি এবং 6-স্পিড টর্ক কনভার্টার অপশনে বেছে নেওয়া যাবে এই গাড়ি।