Electric Scooter: বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করল দেশীয় স্টার্টআপ সংস্থা, তৈরি করবে চার্জিং স্টেশনও

এখন প্রতি সপ্তাহে একটা দু’টো করে ইলেকট্রিক স্কুটার লঞ্চ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক কালে সেই সংখ্যাটা আরও বেড়েছে৷ চলতি মাসে Crayon, iVOOMi, এবং Okinawa-র মতো পরিচিত সংস্থা নতুন ই-স্কুটার নিয়ে হাজির হয়েছে৷ জ্বালানির দাম বৃদ্ধির ফলে ব্যাটারিচালিত গাড়ির চাহিদা যে উত্তোরত্তর বাড়বে, তা অনুমান করেই নতুন প্রোডাক্ট চালু করছে প্রতিষ্ঠানগুলি।

এখন একেবারেই আনকোরা একটি সংস্থা বাজারে বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করার ঘোষণা করল। ডেক্সটো আর্ট ওয়ার্ক (Dexto Art Work) বলে পুনের একটি ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপ তাদের প্রথম ই-স্কুটার নিয়ে হাজির হয়েছে। যার নাম Felixia 100৷ এর দু’টো সংস্করণের ঘোষণা করেছে তারা‌।

ইলেকট্রিক স্কুটারটি লঞ্চের ঘোষণা করেছেন সংস্থার প্রতিষ্ঠাতা রোহন কাম্বলে। যিনি বিদেশে বৈদ্যুতিক যানবাহনের নকশা নিয়ে কাজ করেছেন। রিলিজের সময় উপস্থিত ছিলেন শশীকান্ত কুম্বলে‌। যিনি সংস্থার মার্কেটিং দিক দেখাশোনা করেন। উল্লেখ্য Felixia 100 মডেলটির দাম, স্পেসিফিকেশন, বা ফিচারগুলির সম্পর্কে আমরা এখনও কিছু জানতে পারেনি‌। খবর পেলেই আমরা তথ্যগুলি আপডেট করবো।

সংস্থাটি একটি বিবৃতিতে জানিয়েছে, তারা ভবিষ্যতে Felixia-র আপগ্রেড ভার্সন, ডিজিটাল স্কুটার ও বাইক বাজারে আনার পরিকল্পনা করছে। ফরিদাবাদে তাদের একটি কারখানা রয়েছে। যার মাসিক উৎপাদন ক্ষমতা ৩,৫০০ ইউনিট। ডেক্সটো আর্ট ওয়ার্কের প্রতিষ্ঠাতা রোহন বলেন, “ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং স্টেশন স্থাপনের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কথা বলার চেষ্টা করছি আমরা।”