Hunter 450: বাজার কাঁপাতে হিমালয়ানের থেকেও সস্তায় 450cc বাইক আনছে Royal Enfield

বছর শুরু হতেই নতুন মোটরসাইকেল লঞ্চের কর্মযজ্ঞের সূচনা করেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। বছরের প্রথম মডেল হিসাবে ভারতে তারা লঞ্চ করেছে Shotgun 650। তবে এবারে সম্পূর্ণ ভিন্ন সেগমেন্টে মোটরবাইক আনার প্রস্তুতি শুরু করেছে কোম্পানি। Himalayan 450-এর পর ৪৫০ সিসির আরও একটি বাইক Hunter 450 আসতে চলেছে। গত বছর গোয়াতে অনুষ্ঠিত মোটোভার্স ২০২৩ অনুষ্ঠানে প্রথম আত্মপ্রকাশ করেছিল Himalayan 450। কিন্তু সবাই যেহেতু অ্যাডভেঞ্চার ট্যুরারে স্বাচ্ছন্দ্য নন, তাই প্রতিদিন যাতায়াতের জন্য একটি নতুন সিটি বাইক আনতে চলেছে রয়্যাল এনফিল্ড।

ইতিমধ্যেই Royal Enfield Hunter 450-এর উন্নয়নের কাজে হাত লাগিয়েছে কোম্পানি। আবার শুরু হয়েছে টেস্টিং। সেই সময় ক্যামেরাবন্দি হয়েছে আপকামিং মোটরসাইকেলটি। তবে এটি কবে লঞ্চ হচ্ছে সেই সম্পর্কে এখনও কোনো তথ্য সামনে আসেনি, অনুমান করা হচ্ছে ২০২৪ এর শেষের দিকে বাজারে পা রাখতে পারে। জানা গেছে, Himalayan 450-এর থেকেও সস্তা হবে এটি।

ফাঁস হওয়া ছবিতে রয়্যাল এনফিল্ড হান্টার ৪৫০-এ অ্যালয় হুইলের দেখা মিলেছে। এ থেকে বলা যায় যে, টিউবলেস টায়ারে ছুটবে বাইকটি। অন্যদিকে হিমালয়ান ৪৫০-ও টিউবলেস টায়ার সমেত বেছে নেওয়া যায়। কিন্তু টিউবলেস স্পোক যুক্ত মডেলটি ভারতের বাজারে বিক্রি করে না কোম্পানি।

Royal Enfield Hunter 450

হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, হান্টার ৪৫০-এ লং ট্রাভেল সাসপেনশন সহ ইউএসডি ফ্রন্ট ফর্কের বদলে সাধারণ টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন উপস্থিত। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে সামনে ও পেছনে দু’দিকেই রয়েছে ডিস্ক ব্রেক। ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম অফার করা হবে, যদিও এটি সুইচেবল কিনা তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। এছাড়া রয়েছে একটি ব্যাশ প্লেট।

সার্বিক ডিজাইনের প্রসঙ্গে বললে, এটি একটি রোডস্টার বাইক। তাই হ্যান্ডেলবার ও ফুটপেগ রাইডারের কাছাকাছি রয়েছে। নিত্যদিন যাতায়াত এমনকি হাইওয়েতে আরামদায়কভাবে রাইড করা যাবে। কিন্তু টেস্টিং মডেলে কোন উইন্ড প্রটেকশনের দেখা মেলেনি। বাইকটিতে হিমালয়ান ৪৫০-এর হেডল্যাম্প, টার্ন ইন্ডিকেটর এবং টেল ল্যাম্প চোখে পড়েছে। এছাড়া সার্কুলার ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের দেখা মিলেছে।