ZTE Axon 40 Lite: 50MP ট্রিপল ক্যামেরা ও 6GB র‍্যামের সঙ্গে নতুন স্মার্টফোন বাজারে এল

জেডটিই (ZTE) তাদের Axon সিরিজের লেটেস্ট সংযোজন হিসেবে, ZTE Axon 40 Lite স্মার্টফোনটি মেক্সিকোতে লঞ্চ করেছে। এটি Unisoc T616 চিপসেট দ্বারা চালিত একটি মিডরেঞ্জ ফোন। Axon 40 Lite ফুলএইচডি+ আইপিএস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন তাহলে এই নবাগত জেডটিই ফোনটির দাম, ফিচার ও স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ZTE Axon 40 Lite-এর স্পেসিফিকেশন এবং ফিচার

জেডটিই অ্যাক্সন ৪০ লাইট-এ রয়েছে ৬.৬ ইঞ্চির ফুলএইচডি+ আইপিএস ডিসপ্লে, যার রেজোলিউশন ১,০৮০ x ২,৪০০ পিক্সেল। ডিভাইসটি ইউনিসক টি৬১৬ প্রসসর দ্বারা চালিত। অ্যাক্সন ৪০ লাইট ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ সহ এসেছে। তবে এর স্টোরেজ ক্ষমতা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, জেডটিই অ্যাক্সন ৪০ লাইট-এর পিছনে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে। আর সেলফি তোলা ও ভিডিও কল করার জন্য, ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Axon 40 Lite-এ ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও, এটি ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অফার করে। পরিশেষে, এই নয়া জেডটিই ফোনটির ওজন ১৮২ গ্রাম এবং এর পরিমাপ ১৬৩.০ x ৭৪.০ x ৮.৩ মিলিমিটার।

ZTE Axon 40 Lite-এর মূল্য এবং লভ্যতা

মেক্সিকোর বাজারে Axon 40 Lite-কে ৩,৯৯৯ মেক্সিকান পেসো (প্রায় ১৮,২০০ টাকা) মূল্যে লঞ্চ করা হয়েছে। আগ্রহী ক্রেতারা এই হ্যান্ডসেটটিকে ব্লু এবং ব্ল্যাক – এই দুটি কালার অপশনে বেছে নিতে পারবেন। এই ফোনটি ভারতের বাজারে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।