Moto G53s: সস্তায় নতুন 5G ফোন আনছে মোটোরোলা, লঞ্চের আগে ফিচার ফাঁস

মোটোরোলা (Motorola) চলতি বছরেই চীনে বাজেট রেঞ্জে Moto G53 5G লঞ্চ করেছিল। এবার চাইনিজ মার্কেটের বাইরেও স্মার্টফোনটি লঞ্চের প্রস্তুতি শুরু করেছে তারা। সংস্থার তরফে কিছু ঘোষণা না হলেও, Moto G53 5G এর গ্লোবাল ভ্যারিয়েন্ট জিসিএফ (GCF) সার্টিফিকেশন পেয়ে শীঘ্রই বিশ্ববাজারে লঞ্চের ইঙ্গিত দিয়েছে। এছাড়াও, লেনোভোর (Lenovo) অধীনস্থ ব্র্যান্ডটি G53 5G এর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে আনার পরিকল্পনা করছে, যা Moto G53s 5G নামে আত্মপ্রকাশ করবে। এটি হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সহ এখন গুগল প্লে কনসোল (Google Play Console) এর তালিকায় উপস্থিত হয়েছে৷

Moto G53s 5G দেখা গেল Google Play Console-এ

মোটোরোলা মোটো জি৫৩এস নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন হিসাবে শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি, তবে ডিভাইসটি তার আগেই এখন গুগল প্লে কনসোল (Google Play Console)-এর ডেটাবেসে ‘পেনাং’ (Penang) কোডনাম সহ হাজির হয়েছে। যা ইঙ্গিত করছে যে, মোটো জি৫৩এস ৫জি-এর লঞ্চের জন্য আর খুব বেশি সময় বাকি নেই।

এর পাশাপাশি, গুগল প্লে কনসোল-এর তালিকাটি মোটো জি৫৩এস ৫জি-এর নামটি নিশ্চিত করেছে এবং এও প্রকাশ করেছে যে এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন এসএম৪৩৫০ চিপসেট দ্বারা চালিত হবে, যা স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর-এর মডেল নম্বর। এই অক্টা-কোর চিপসেটের মধ্যে রয়েছে দুটি ক্রায়ো ৪৬০ কোর, যা ২.০ গিগাহার্টজে রান করে এর বাকি ছয়টি ক্রায়ো ৪৬০ কোরের ক্লক স্পিড ১.৮ গিগাহার্টজ।

চিপটির সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ যুক্ত থাকবে। মোটো জি৫৩এস ৫জি ৪ জিবি র‍্যাম সহ আসবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউএক্স (MyUX) অপারেটিং সিস্টেমে রান করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও জানা গেছে যে,৭২০ x ১,৬০০ পিক্সেল রেজোলিউশন সহ এইচডি+ ডিসপ্লে থাকবে এতে।

উল্লেখ্য, মোটোরোলা সম্প্রতি ইউরোপ এবং এশিয়ার বাজারে Moto G73 5G নামে আরেকটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করেছে। এটি বর্তমানে ভারতীয় বাজারে বিক্রির জন্য উপলব্ধ রয়েছে এবং এদেশে দাম ২০,০০০ টাকারও কম।