ভারতবাসীকে দ্রুত ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দিতে মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠাচ্ছে OneWeb

দেশের সমস্ত প্রান্তে উচ্চ গতিপূর্ণ ব্রডব্যান্ড ইন্টারনেট (Satcom) সরবরাহের উদ্দেশ্যে ISRO -র বাণিজ্যিক সহায়ক New Space India Limited -এর সাথে রীতিমতো জোট বেঁধে মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠাবে ওয়ানওয়েব (OneWeb)। এজন্য Bharati গোষ্ঠীর মালিকানাধীন সংস্থাটি ইতিমধ্যেই নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের সাথে নতুন চুক্তিতে শামিল হয়েছে। মনে করা হচ্ছে যে উভয়পক্ষের যৌথ উদ্যোগে চলতি বছরেই প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের আয়োজন করা হতে পারে। সেক্ষেত্রে ইসরোর সহায়ক সংস্থাকে পাশে নিয়ে OneWeb -এর পক্ষে নিজেদের লক্ষ্যে পৌঁছনো অনেক সহজ ও মসৃণ হতে পারে।

ISRO -র সহায়ক সংস্থাকে পাশে নিয়ে দ্রুত মহাকাশে স্যাটেলাইট পাঠাবে OneWeb

নিউ স্পেস ইন্ডিয়ার সাথে আলোচ্য চুক্তি প্রসঙ্গে ওয়ানওয়েবের পক্ষ থেকে জানানো হয়েছে যে চলতি ২০২২ সালেই অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটায় অবস্থিত জাতীয় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা রেঞ্জ (SDRC SHAR) থেকে তারা তাদের প্রথম কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করবেন। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও ওয়ানওয়েব পৃথিবীর নিম্ন-কক্ষপথে ৪২৮টি স্যাটেলাইট স্থাপনে সক্ষম হয়েছে।

আলোচ্য চুক্তি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ওয়ানওয়েবের কার্যনির্বাহী চেয়ারম্যান সুনীল কুমার মিত্তল বলেন যে, এর (চুক্তির) ফলে তারা দেশের প্রত্যন্ত প্রান্তে উচ্চগতির ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে যাবেন।

এদিকে মনে রাখা জরুরি যে বেশ কিছুদিন আগেই ওয়ানওয়েব মহাকাশে নতুন স্যাটেলাইট স্থাপনের উদ্দেশ্যে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স (SpaceX) -এর সাথেও জোট বাঁধে। সেদিক থেকে প্রায় কাছাকাছি সময়ে তারা ফের কেন নিউ স্পেস ইন্ডিয়ার সাথে চুক্তিতে শামিল হলেন তা এখনই বলা যাচ্ছে না। এক্ষেত্রে ভারতী গ্রুপ পরিচালিত সংস্থাটি স্পষ্ট জানিয়েছে যে নতুন চুক্তির শর্তগুলি প্রকাশ্যে আনা তাদের পক্ষে সম্ভব নয়।

ভারতে Satcom পরিষেবার বর্তমান হালহকিকত কি?

উল্লেখ্য, SpaceX ছাড়া অন্যান্য স্যাটকম কোম্পানিরা অর্থাৎ OneWeb বা Amazon -এর Project Kuiper প্রমুখেরা চলতি বছর থেকেই ভারতে তাদের পরিষেবা চালু করতে আগ্রহী। যদিও এখনো পর্যন্ত তারা এদেশে আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা করে উঠতে পারেনি। স্পেকট্রাম নিলাম আয়োজনে অযথা দেরির কারণেই উপরের সংস্থাগুলি এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে। ফলে ঠিক কবে নাগাদ উৎসাহীরা স্যাটেলাইট-ভিত্তিক উচ্চগতির ইন্টারনেট পরিষেবা ব্যবহারের স্বাদ পাবেন, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়‌।