পাবজি খেলতে গিয়ে মায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা! বাড়ি ছেড়ে পালালো ১৬ বছরের কিশোর

PUBG Mobile গেমের আসক্তিতে পড়ে তরুণ প্লেয়ার বাবা-মায়ের টাকা চুরি করেছে, গেমে হেরে গিয়ে আত্মহত্যা করেছে কিংবা একটানা গেম খেলে অসুস্থ হয়ে মারা গিয়েছে – এরকম খবর আমরা আগে বহুবার শুনেছি। কিন্তু ভারতে নিষেধাজ্ঞার পরেও গেমটির দরুন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে মনে হচ্ছে। আসলে সম্প্রতি মহারাষ্ট্রের মুম্বাই নিবাসী এক ১৬ বছর বয়সী একটি ছেলে, নিষিদ্ধ ব্যাটেল-রয়্যাল গেম PUBG Mobile খেলতে গিয়ে তার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা খরচ করেছে বলে জানা গেছে। তবে ঘটনার এখানেই শেষ নয়! এই দুষ্কর্ম করার পর ভয় পেয়ে ছেলেটি বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করেছে।

PUBG Mobile খেলে টাকা নষ্ট করে বাড়ি ছাড়ে ওই কিশোর

জানা গেছে, কিশোরটি মঙ্গলবার তার বাড়ি থেকে বের হয় এবং পরিবারের লোকের জন্য একটি নোট লিখে যায় (যেখানে লেখা ছিল সে আর কখনও বাড়ি ফিরবে না)। ব্যাপারটি সামনে আসতেই, তার বাবা-মা মহারাষ্ট্রের এমআইডিসি থানায় একটি মিসিং ডায়েরি দায়ের করেন। এদিকে পুলিশ একটি অপহরণের মামলা নথিভুক্ত করে।

অভিযোগ পেয়ে, পুলিশ তৎপরতার সাথে নিখোঁজ ছেলেটির খোঁজ চালায়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে থেকে জানা যায়, প্রযুক্তিগত নজরদারি ব্যবহার করে পুলিশ বুধবার মুম্বাইয়ের আন্ধেরি (পূর্ব) এলাকার মহাকালী এলাকা থেকে ছেলেটিকে খুঁজে বের করে এবং আসল ঘটনা সামনে আসে।

অপরাধ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ছেলেটি ভারতে নিষিদ্ধ ভিডিও গেমটি খেলার উপায় খুঁজে পেয়ে সেটি খেলার জন্য মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১০ লাখ টাকা খরচ করেন। পরে তার বাবা বিষয়টি জেনে তিরস্কার করায় সে বাড়ি থেকে পালিয়ে যায়। থানায় অভিযোগ দায়ের করার সময়ও ছেলেটির বাবা-মা পুলিশকে অনলাইন গেমের প্রতি আসক্তির কথা জানায়। যাইহোক, এই পরিস্থিতিতে ডিসিপি (অপরাধ) দত্ত নালওয়াড়া ছেলেটিকে বকাঝকা করতে বারণ করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন