দিওয়ালিতেই আসছে ‘সবচেয়ে সস্তা’ JioPhone Next, নিশ্চিত করলো সুন্দর পিচাই

বহু জল্পনাকল্পনার পর অবশেষে দিওয়ালির সময় ভারতে JioPhone Next-এর আগমনের কথা নিশ্চিত করলেন Google-এর সিইও সুন্দর পিচাই। বুধবার অ্যালফাবেটের আর্নিং কল চলাকালীন তিনি এই এন্ট্রি-লেভেল স্মার্টফোনটির লঞ্চের সময়সূচী সামনে এনেছেন। ফলে এই সাশ্রয়ী মূল্যের 4G স্মার্টফোন যে বাজারে আসা এখন কেবল সময়ের অপেক্ষা তা আর বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য যে, মুকেশ আম্বানির নেতৃত্বাধীন Reliance Jio এবং টেক জায়ান্ট Google-এর যৌথ উদ্যোগে নির্মিত বহু প্রত্যাশিত সাশ্রয়ী মূল্যের 4G স্মার্টফোন, JioPhone Next-এর খবর প্রকাশ্যে আসার পর থেকেই সাধারণ মানুষ অধীর আগ্রহে ফোনটির জন্য অপেক্ষা করে রয়েছে। জুন মাসে সংস্থার বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (RIL) চেয়ারম্যান মুকেশ আম্বানি প্রথম JioPhone Next-এর কথা ঘোষণা করেছিলেন। প্রথমে গণেশ চতুর্থী উৎসবের প্রাক্কালে (সেপ্টেম্বর ১০, ২০২১) এটি লঞ্চ হওয়ার কথা থাকলেও, বর্তমানে বিশ্বব্যাপী চিপের ঘাটতির কারণে তা পিছিয়ে দিওয়ালি (৪ নভেম্বর, ২০২১) পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। এরপরেও ফোনটি আদৌ এই সময়ে আসবে কি না তা নিয়ে মানুষের মনে যথেষ্ট সন্দেহ ছিল। তবে এখন সুন্দর পিচাইয়ের ঘোষণার পর সেই সব সন্দেহের অবসান ঘটল।

এদিকে লঞ্চের আগে বিভিন্ন রিপোর্টে এই সাশ্রয়ী মূল্যের ফোনটি সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে আসছে। সম্প্রতি জানা গেছে যে, জিওফোন নেক্সট, প্রগতি অপারেটিং সিস্টেম (Pragati OS)-এর প্রথম ফোন হবে। জিও এবং গুগলের শীর্ষ প্রযুক্তিবিদরা যৌথভাবে এই অপারেটিং সিস্টেমটি ডেভেলপ করেছেন। আবার আসন্ন এই ফোনে কোয়ালকম প্রসেসর ব্যবহার করা হবে, যা ফোনের অডিও ও ব্যাটারি পারফরম্যান্সকে উন্নত করার পাশাপাশি ‘অপ্টিমাইজড কানেক্টিভিটি অ্যান্ড লোকেশন টেকনোলজি’ সাপোর্ট করবে। 

এর পাশাপাশি আপকামিং জিওফোন নেক্সট গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে আসবে। ফলে, ফোনের সেটিংস ম্যানেজ করা থেকে অ্যাপ ওপেন করা পর্যন্ত প্রায় প্রতিটি কাজ ভয়েস কম্যান্ড দিয়ে করা যাবে। সাথে, ব্যবহারকারীরা নিজেদের ভাষায় লেটেস্ট ক্রিকেট স্কোর, ওয়েদার আপডেট বা যে কোনো বিষয়ে তথ্যাদি জানতেও গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন। এছাড়া, এই সাশ্রয়ী মূল্যের ৪জি স্মার্টফোনে রিড অ্যালাউড ফিচার থাকবে। এই ফিচার, ব্যবহারকারীর মাতৃভাষা বা যে ভাষায় তিনি স্বচ্ছন্দ, সেই ভাষাতে ওয়েব পেজ, অ্যাপ, মেসেজ, এমনকি ফটো সহ ফোনের স্ক্রিনে থাকা যে কোনো টেক্সটকে স্পিচে রূপান্তর করবে বা পড়ে শোনাবে।

আবার, JioPhone Next-এর রিয়ার প্যানেলে ফ্ল্যাশলাইট সহ ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেখা যাবে, যা পোর্ট্রেট মোড সহ আরও নানাবিধ ফটোগ্রাফি মোড সাপোর্ট করবে। যেমন, অটোমেটিক ব্লার ব্যাকগ্রাউন্ড মোডের সাহায্যে অবজেক্টকে ফোকাস করে ব্যাকগ্রাউন্ডকে ব্লার করা যাবে। নাইট মোড অ্যাক্টিভ থাকলে কম আলোতেও দুর্দান্ত ছবি তোলা যাবে। এই ফোনের দাম ৫,০০০ টাকা থেকে ৭,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে।