Realme Pad ও Realme Book (Slim) আসছে এই বিশেষ রঙে, টিজার এল সামনে

চীনা স্মার্টফোন কোম্পানি Realme ‘সবুজ’ রঙের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়লো? আসলে হালফিলে সংস্থাটি নিজের দেশীয় বাজারে সবুজ রঙের বিকল্পে GT Neo 2 ফোন এবং Buds Air 2 TWS ইয়ারবাড লঞ্চ করেছে। তবে এখানেই থেমে না থেকে প্রকৃতির বেশির ভাগ অংশে ছড়িয়ে থাকা এই রঙের সাথে কোম্পানিটি এবার কয়েকদিন আগে লঞ্চ হওয়া Realme Pad (রিয়েলমি প্যাড) এবং Realme Book (Slim) (রিয়েলমি বুক স্লিম) বাজারে আনতে চাইছে বলে মনে হচ্ছে। সম্প্রতি ডিভাইস দুটি সংস্থার তরফে টিজ করা হয়েছে।

Realme Pad ও Realme Book (Slim) সবুজ রঙে আসছে

সম্প্রতি রিয়েলমি ভিপি এবং রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ, একটি টুইটে সবুজ রঙের রিয়েলমি প্যাড ট্যাবলেট এবং রিয়েলমি বুক স্লিম ল্যাপটপের ছবি শেয়ার করেছেন। তবে ওই ছবিতে ল্যাপটপ বা ট্যাবের পাশাপাশি সবুজ রঙের রিয়েলমি ওয়্যারলেস মাউস (Realme Wireless Mouse) এবং ওয়াচ টি১ ব্ল্যাক মিন্ট (Watch T1 Black Mint) ভ্যারিয়েন্টের স্ট্র্যাপও প্রদর্শিত হয়েছে, যা খুব শীঘ্রই লঞ্চ হতে পারে।

Realme Pad স্পেসিফিকেশন

রিয়েলমি প্যাড, কোম্পানির প্রথম ট্যাবলেট যা গত সেপ্টেম্বরে চালু হয়েছিল। এই ডিভাইসে ১০.৪ ইঞ্চি WUXGA+ (২,০০০×১,২০০ পিক্সেল) ডিসপ্লে আছে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৮২.৫%। এতে ডার্ক মোড, নাইট মোড এবং সানলাইট মোডের সুবিধা বিদ্যমান, যেখানে অডিও আউটপুটের জন্য ডলবি অ্যাটমোস সাপোর্ট সহ চার-স্পিকার সেটআপ রয়েছে। আবার রিয়েলমি প্যাড মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেট এবং ৭,১০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

Realme Book (Slim) স্পেসিফিকেশন

আগস্টে বাজারে আসা রিয়েলমি বুক স্লিমও সংস্থার প্রথম ল্যাপটপ, যাতে ব্যাকলিট কীবোর্ড, ডুয়েল-মাইক নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি, থান্ডারবোল্ট ৪ পোর্ট এবং পিসি কানেক্ট ফিচার রয়েছে। এর ডিসপ্লে সাইজ ১৪ ইঞ্চি। আবার এই ল্যাপটপে পাওয়া যাবে ৫৪ ওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি, ৩২ ওয়াট ডার্ট চার্জিং টেকনোলজি, ইন্টেল আইরিস এক্সই (Iris Xe) গ্রাফিক্সসহ ১১তম প্রজন্মের ইন্টেল প্রসেসর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন