২৫ ঘন্টা ব্যাটারি লাইফ এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার সহ আসছে Realme Buds Air 2

Narzo 30 সিরিজের স্মার্টফোনের ওপর থেকে আগামী ২৪ ফেব্রুয়ারি Realme অফিসিয়ালি পর্দা তুলবে। ওইদিনই আবার Realme Buds Air 2 নামে Realme ওয়্যারলেস ইয়ারবাডসও লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যে কোম্পানির তরফে জানানো হয়েছে, আপকামিং ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসটি অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাথে আসছে। এখন Realme Buds Air 2- র অফিসিয়াল পেজটি রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ করে দেওয়া হয়েছে। ওয়্যারলেস ইয়ারবাডসের লিস্টিং থেকে এর মূল ফিচারগুলি সামনে এসছে।

Realme Buds Air 2-র অফিসিয়াল লিস্টিং অনুযায়ী, এটি উচ্চ ক্ল্যারিটির সাউন্ডের জন্য ১০ মিমি ডায়মন্ড-ক্লাস হাই-ফাই ড্রাইভার সহ আসছে। ট্র্যাডিশনাল ডায়াফ্রামের তুলনায় এই DLC (Diamond-like Carbon) ডায়াফ্রাম আরও সমৃদ্ধ ব্যাস, পরিষ্কার সাউন্ড এবং উত্তম ফ্রিকোয়েন্সি রেসপন্স ডেলিভার করবে।

ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও নতুন ইয়ারবাডসে বড়োসড়ো পরিবর্তন পরিলক্ষিত হবে। অরিজিনাল বাডস এয়ারে ১৭ ঘন্টা ব্যাটারি লাইফ পাওয়া যেত। সেখানে বাডস এয়ার ২-তে এএনসি অফ অবস্থায় মোট ২৫ ঘন্টা অডিও প্লেব্যাক টাইম মিলবে। এএনসি অন থাকলে এটি ব্যাটারি লাইফ ২২.৫ ঘন্টা দেবে। ইয়ারবাডসটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ২ ঘন্টা আবার মাত্র ১০ মিনিটের চার্জেই পাওয়া যাবে ২ ঘন্টা প্লেব্যাক টাইম।

গেমারদের জন্যও Realme Buds Air 2 ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডসে থাকছে চমক। সেগমেন্ট ফার্স্ট টিডব্লুএ ইয়ারবাডস হিসেবে এটি ৮৮এমএস সুপার-লো ল্যাটেন্সির সাথে অসাধারণ গেমিংয়ের অভিজ্ঞতা দেবে। সেইসঙ্গে ইউনিক এবং স্টাইলিশ ডিজাইনের জন্যও ইয়ারবাডসটি নজর কাড়বে। এটি সাদা ও কালো রঙে উপলব্ধ হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন