Xiaomi CIVI Pro: গত বছর সাড়া ফেলে দেওয়া শাওমি সিভির প্রো ভার্সন বাজারে আসছে, এই সব বৈশিষ্ট্য দেখা যাবে

Xiaomi CIVI চোখে পড়ার মতো ডিজাইন ও দুর্দান্ত ফিচারের সাথে গত বছরের সেপ্টেম্বরে চীনে লঞ্চ হয়েছিল৷ স্মার্টফোনটি সে দেশের বাজারে যথেষ্ট সাড়া ফেলে৷ শোনা যাচ্ছিল যে, CIVI-র সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে শাওমি তার Pro
ভার্সন নিয়ে আসবে৷ কিন্তু এতদিন সেই নিয়ে কোনও খবর সামনে আসেনি৷ তবে Xiaomiui ব্লগের সৌজন্যে CIVI Pro সম্পর্কে বেশ কিছু তথ্য উঠে এসেছে৷

তাদের দাবি, Xiaomi CIVI Pro খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবে৷ অফিসিয়াল লঞ্চ মার্চ বা এপ্রিলে নাগাদ হওয়ার সম্ভাবনা৷ আরও জানানো হয়েছে, হ্যান্ডসেটটি Qualcomm SM7325 চিপসেটের সাথে আসবে৷ অনুমান, এখানে Snapdragon 778+ প্রসেসরর কথা বলা হয়েছে৷ আবার এতে অরিজিনাল শাওমি সিভির মতো Snapdragon 778G চিপসেট থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না৷

Xiaomi CIVI Pro-তে একটি ৬.৫৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে দেওয়া হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুল-এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করবে৷ ঠিক অরিজিনাল সিভির মতো৷ তবে এর ক্যামেরায় OIS প্রযুক্তি থাকবে না৷ সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং টেরিটিয়ারি লেন্স হিসেবে একটি ম্যাক্রো ক্যামেরা দেখা যেতে পারে৷

এছাড়া Android 12 বেসড MIUI 13-এর সঙ্গে আসতে চলেছে Xiaomi CIVI Pro৷ গতবারের মতো এ বছরও ডিভাইসটি শুধু চীনের বাজারে ছাড়া হলে৷ গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার সম্ভাবনা ক্ষীণ৷ যদিও শাওমি এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি৷