Helio G85 প্রসেসর ও 50MP ক্যামেরা সহ সস্তায় নতুন স্মার্টফোন লঞ্চ করল Redmi

গত নভেম্বরে, রেডমি C-ব্র্যান্ডিংয়ের সাথে Redmi 13C ফোনটি বাজারে লঞ্চ করে। এই ৪জি-ওনলি ডিভাইসটি প্রাথমিকভাবে নাইজেরিয়াতে আত্মপ্রকাশ করেছিল। তবে, সংস্থাটি ধীরে ধীরে এই ডিভাইসটিকে অন্যান্য বাজারেও নিয়ে আসছে। যেমন, গত সপ্তাহে Redmi 13C 5G-এর পাশাপাশি হ্যান্ডসেটটি ভারতের বাজারে উন্মোচিত হয়েছে। আর এখন, Redmi 13C ইউরোপের বাজারেও পা রেখেছে। এই নয়া ফোনটিতে এইচডি+ এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G85 চিপসেট, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান। চলুন দেখে নিই, ভারতের তুলনায় ফোনটিতে কী আলাদা বা সস্তা কিনা।

Redmi 13C-এর স্পেসিফিকেশন

ইউরোপে প্রকাশিত রেডমি ১৩সি-এর সংস্করণটি অন্যান্য মার্কেটে বিক্রি হওয়া মডেলের মতোই। ফোনটিতে ডিউড্রপ নচ এবং কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা সহ ৬.৭৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। এই প্যানেলটি এইচডি+রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করে।

ডিভাইসটি ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইএমএমসি ৫.১ স্টোরেজ সহ একটি MediaTek Helio G85 চিপসেট দ্বারা চালিত। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করে।

ফটো এবং ভিডিওগ্রাফির জন্য, রেডমি ১৩সি-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি অনির্দিষ্ট তৃতীয় সেন্সর দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে ডিউ-ড্রপ নচের ভিতরে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

এছাড়া, Redmi 13C-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ডুয়েল সিম, ৪জি, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.৩, জিএনএসএস এবং এনএফসি (নির্বাচিত দেশে)। এই ফোনটি নিরাপত্তার জন্য একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি মাইক্রোএসডি কার্ড স্লট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট সহ এসেছে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi 13C-এ ১৮ ওয়াট ইউএসবি পিডি চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে, ফোনটির রিটেইল বক্সে একটি স্ট্যান্ডার্ড ১০ ওয়াটের অ্যাডাপ্টার রয়েছে।

Redmi 13C-এর মূল্য

Redmi 13C ইউরোপের বাজারে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – এই তিনটি মেমরি কনফিগারেশনে পাওয়া যাবে। এটি মিডনাইট ব্ল্যাক, নেভি ব্লু, গ্লেসিয়ার হোয়াইট এবং ক্লোভার গ্রীনের মতো আকর্ষণীয় কালার অপশনগুলিতে কেনা যাবে। ইউরোপে ফোনটির দাম শুরু হচ্ছে ১৪৯.৯০ ইউরো (প্রায় ১৩,৬৩৫ টাকা) থেকে। অন্যদিকে, ভারতে Redmi 13C-এর প্রারম্ভিক মূল্য ৮,৯৯৯ টাকা।