গোটা মাস জুড়ে 60,000 টাকা ডিসকাউন্ট, টাকা জমিয়ে কিনে ফেলুন এই দুর্দান্ত বাইক

চলতি মাস জুড়ে ভারতে একাধিক মোটরসাইকেলের উপর ছাড় ঘোষণা করেছে কাওয়াসাকি (Kawasaki)। এবার সেই তালিকায় যুক্ত হল Vulcan S ক্রুজারের নাম। বাইকটিতে ৬০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা। এই মুহূর্তে Vulcan S-এর দাম ৭.১০ লক্ষ টাকা (এক্স শোরুম)। ফলে ডিসকাউন্ট ধরে দাম এক ঝটকায় ৬.৫০ লক্ষ টাকায় (এক্স শোরুম) এসে দাঁড়িয়েছে। অফার ৩১শে মার্চ বা স্টক থাকা পর্যন্ত উপলব্ধ হবে।

Kawasaki Vulcan S বাইকে মিলছে ডিসকাউন্ট

আদ্যপ্রান্ত ক্রুজার মোটরসাইকেল Kawasaki Vulcan S মডেলে ব্যবহৃত হয়েছে Ninja 650-এর শক্তিশালী ইঞ্জিন। একে চালিকাশক্তি সরবরাহ করে ৬৪৯ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন যা ৭৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৬০ বিএইচপি ক্ষমতা এবং ৬৬০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৬২.৪ এনএম টর্ক উৎপাদনে সক্ষম।

উল্লেখ্য, Kawasaki Vulcan S ক্রুজার হওয়ার কারণে ইঞ্জিনের আউটপুট Ninja 650 এর তুলনায় খানিকটা কম রাখা হয়েছে। যদিও Vulcan S-এর ক্ষেত্রে ইঞ্জিন এমন ভাবে টিউন করা, যা একটি ক্রুজার বাইকের জন্য পর্যাপ্ত। সেগমেন্টের সমসাময়িক অন্যান্য মডেলে থাকা লো-এন্ড টর্কের পরিবর্তে এই ইঞ্জিনটির উচ্চগতির পারফরম্যান্স অনেক বেশি আকর্ষণীয়।

Kawasaki Vulcan S-এর ডিজাইনের প্রসঙ্গে বলতে গেলে সামনের দিকে টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাংক, খাঁজ-কাটা ফেন্ডার এবং নিচু করা চ্যাসিস সবকিছুই একটি বড় বাইকের কথা স্মরণ করাবে আপনাকে। ডিজাইন আকর্ষণীয় হলেও তা খানিক পুরনো। এমনকি এই বাইকে থাকা ফিচারগুলি আজকের দিনের স্ট্যান্ডার্ড অনুযায়ী বেশ সহজ-সরল বলেই মনে হবে। প্রসঙ্গত, Vulcan S ছাড়াও আরো বেশ কিছু বাইকের উপর ডিসকাউন্ট ভাউচার চালু করা হয়েছে। যে তালিকায় রয়েছে- Ninja 400, Ninja 650 এবং Versys 650।