Realme Pad ট্যাবলেট চমকে দেবে সবাইকে, বড় AMOLED ডিসপ্লের সাথে আসছে

চীনা স্মার্টফোন কোম্পানি Realme (রিয়েলমি) গতকালই ভারতে GT সিরিজের দুটি মিড রেঞ্জ ফোন এবং তাদের প্রথম ল্যাপটপ লঞ্চ করেছে। তবে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও আরো মজবুত করতে, তারা যে একটি ট্যাবলেট বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে তা আমাদের অজানা নয়। এমনকি গতকাল লঞ্চ ইভেন্টে তারা নিশ্চিত করেছে যে, খুব শীঘ্রই Realme Pad (রিয়েলমি প্যাড) বাজারে আসতে চলেছে। পাশাপাশি রিয়েলমির সাথে জড়িত এক এক্সিকিউটিভ ইঙ্গিত দিয়েছেন যে, Realme Pad ট্যাবলেটটিতে একটি AMOLED ডিসপ্লে থাকবে।

বাজার কাঁপাতে আসছে Realme Pad

রিয়েলমি ইন্ডিয়া এবং ইউরোপের সিএমও ফ্রান্সিস ওয়াং সম্প্রতি টুইটারে একটি পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে একজন টুইটার ইউজার স্মার্টফোনের অ্যামোলেড ডিসপ্লের সাইজ ৪.৪ ইঞ্চি থেকে ৭.৭ ইঞ্চি বাড়ানোর অনুরোধ নিয়ে একটি কমেন্ট লেখেন। এর উত্তরে ফ্রান্সিস উত্তরে বলেন, বড় অ্যামোলেড ডিসপ্লে পেতে রিয়েলমি প্যাড ট্যাবলেটের জন্য অপেক্ষা করতে হবে। (ওয়ান্ট বিগার অ্যামোলেড? ওয়েট ফর #RealmeTablet। দ্যাট উইল বি বিগ এনাফ!)

সেক্ষেত্রে সংস্থার কর্মকর্তার এই কমেন্ট থেকেই ইঙ্গিত পাওয়া যায় যে, আসন্ন রিয়েলমি প্যাড ট্যাবলেটে অ্যামোলেড প্যানেল থাকবে। তাছাড়া এই ট্যাবলেটটিতে ১০.৪ ইঞ্চি স্ক্রিন এবং ৭,১০০ ব্যাটারি দেখা যাবে বলেও আগের কিছু রিপোর্টে দাবি করা হয়েছে। তদুপরি, ট্যাবলেটের বেস মডেলটি ৬ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সরবরাহ করতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এছাড়া জল্পনা রয়েছে যে, Realme Pad ট্যাবলেটটি ওনলি ওয়াইফাই এবং ওয়াইফাই+LTE কানেক্টিভিটি সহ আসতে পারে। ট্যাবলেটটির দাম কত হবে সে বিষয়েও কিছু জানা যায়নি। তবে আশা করা যায় শীঘ্রই Realme Pad এর লঞ্চের তারিখ ও অন্যান্য তথ্য সামনে আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন