এবার বাজারে আসছে Oppo Reno 8Z, ছবি সহ দেখা গেল NCC সার্টিফিকেশন সাইটে

ওপ্পো সম্প্রতি ভারতে লঞ্চ করেছে তাদের Reno 8 সিরিজটি। এই লাইনআপের অধীনে Oppo Reno 8 এবং Reno 8 Pro মডেল দুটি বাজারে আত্মপ্রকাশ করেছে। তবে চীনে গত মে মাসেই এই সিরিজটি ওপর থেকে পর্দা সরানো হয়েছে এবং সেদেশে এই সিরিজে অন্তর্ভুক্ত রয়েছে Reno 8, Reno 8 Pro এবং Reno 8 Pro+ মডেল তিনটি। ভারতে উন্মোচিত ‘Pro’ মডেলটি আসলে চীনের Reno 8 Pro+ হ্যান্ডসেটটির রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে এসেছে। তবে বর্তমানে শোনা যাচ্ছে ব্র্যান্ডটি তাদের সাম্প্রতিক সিরিজে Oppo Reno 8Z নামে আরেকটি নতুন মডেল সংযোজন করার পরিকল্পনা করছে। আর এখন এই ডিভাইসটিকে এনসিসি (NCC) সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা হয়েছে, যা এর কিছু লাইভ ইমেজ প্রকাশ্যে এনেছে। তাহলে চলুন এই আপকামিং ওপ্পো স্মার্টফোনটির সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Oppo Reno 8Z-কে দেখা গেল NCC সার্টিফিকেশন সাইটে

ইতিমধ্যেই CPH2457 মডেল নম্বর সহ ওপ্পো রেনো ৮জেড মডেলটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) এবং ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন ওয়েবসাইটের অনুমোদন লাভ করেছে৷ এখন আবার এই ডিভাইসটিকে কিছু লাইভ ইমেজ সহ এনসিসি (NCC) সার্টিফিকেশন ওয়েবসাইটেও দেখা গেছে এবং এই ছবিগুলি আসন্ন ফোনের সম্পূর্ন ডিজাইনটি প্রদর্শন করেছে।

লাইভ ইমেজ অনুযায়ী, ওপ্পো রেনো ৮জেড-এর ব্যাক প্যানেলে একটি বৃত্তাকার এলইডি ফ্ল্যাশ মডিউল সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনের ফ্রন্ট প্যানেলের ওপরের বাম দিকে একটি পাঞ্চ-হোল ক্যামেরা কাটআউট অবস্থান করবে এবং ডিসপ্লের চারধারে সরু বেজেল পরিলক্ষিত হবে। এছাড়া স্ক্রিনের প্রান্তগুলি কার্ভড হবে। ডিভাইসটির ডানদিকে পাওয়ার বাটন এবং বাম ধারে ভলিউম রকারটি দেখতে পাওয়া যাবে। রেনো ৮জেড ফোনের নীচের অংশে একটি স্পিকার গ্রিল, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া, NCC সার্টিফিকেশনটি প্রকাশ করেছে যে, Oppo Reno 8Z ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। পূর্ববর্তী লিক থেকে জানা গিয়েছিল যে, ফোনটিতে ব্যবহৃত ব্যাটারিটির মডেল নম্বর হবে BLP907। আর এনবিটিসি সার্টিফিকেশন সাইটের তালিকাটি নিশ্চিত করে যে, এই ব্যাটারির ক্ষমতা হবে ৪,৫০০ এমএএইচ। যদিও এই তথ্যগুলি ছাড়া আপাতত Oppo Reno 8Z সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি। তবে একাধিক সার্টিফিকেশন সাইটে এর উপস্থিতি থেকে আশা করা যায় যে, হ্যান্ডসেটটিটি শীঘ্রই বাজারে পা রাখবে।