Redmi K50 সিরিজে কি SE ভার্সন দরকার, ফ্যানদের কাছে জানতে চাইলেন Xiaomi প্রেসিডেন্ট

চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা Xiaomi গ্রুপের প্রেসিডেন্ট ও Xiaomi- এর সাবব্র্যান্ড Redmi- এর জেনারেল ম্যানেজার লু ওয়েইবিং আজ ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) সাইটে একটি পোস্ট করে জানতে চেয়েছেন Redmi- এর প্রতীক্ষিত স্মার্টফোন সিরিজ Redmi K50- এর মধ্যে SE ভার্সন সংযুক্ত করা দরকার আছে কিনা। নেটিজেনদের থেকে পরামর্শ নেওয়ার জন্যই এই পোস্টটি করেছে ওয়েইবিং।

পোস্টটির কমেন্ট সেকশনে বিভিন্ন মন্তব্য ভেসে এসেছে। তবে সবমিলিয়ে বলতে গেলে বেশিরভাগ মন্তব্যকারীই জানিয়েছেন, ইতিমধ্যেই Redmi K50 সিরিজের অধীনে চারটি মডেল পাওয়া যাবে, তাই নতুন করে আর ডাউনগ্রেড SE ভার্সনের প্রয়োজন নেই।

তবে এই মন্তব্যের পাশাপাশি বেশ কিছু ভিন্ন মতামতও উঠে এসেছে। অনেকেই বলেছেন যেহেতু এখনও অবধি রেডমি-র তরফে রেডমি কে৫০ সিরিজ সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি তাই এসই ভার্সনের সত্যিই কোনও প্রয়োজন আছে কিনা তা বোঝা যাচ্ছে না। এটা স্পষ্টভাবে তখনই বলা যাবে যখন এই সিরিজের ফোনগুলির কনফিগারেশন সম্পর্কে জানা যাবে।

কিছু মন্তব্যকারী অবশ্য জানিয়েছেন, যদিও কমপ্যাক্ট মডেলের খুব বেশি বিক্রি নেই, তবে ছোট মডেল হিসেবে এসই ভার্সন গ্রাহকদের অতিরিক্ত পছন্দ হিসেবে থাকতেই পারে। এই মডেলে এলসিডি ডিসপ্লে দেখা যেতে পারে বলে অনেকে মনে করছেন।

নেটিজেনরা মনে করছেন রেডমি -এর জিএম -এর এহেন প্রশ্নের পিছনে কারণ হিসেবে রয়েছে এবছর Redmi K40s মডেলটি না আসা। আসলে গতবছর লঞ্চ হয় Redmi K30 স্মার্টফোনটি তার কিছুদিন পরে সেই রাস্তা ধরে বাজারে আসে Redmi K30s মডেলটি। কিন্তু Redmi K40- এর ক্ষেত্রে সেই ট্রেন্ড অনুসরণ করেনি সংস্থা।

যদিও যেমনটা প্রথমে বলেছি, Redmi K50 সিরিজে একটি SE ভার্সন যুক্ত করার সেরকম কোনও প্রয়োজনীয়তা নেই বলেই অনেকের মত। ইতিমধ্যেই চারটি ডিভাইস এই সিরিজের অধীনে বাজারে আসতে চলেছে। এই ডিভাইসগুলির কোডনেমগুলি প্রকাশ্যে এসেছে। এগুলি হল – I10, I10a, I11, I11r। এখনও অবধি এই ফোনগুলির বিষয়ে খুব বেশি তথ্য উঠে আসেনি। তবে পূর্বে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা গেছে, Redmi K50 সিরিজের চারটি ফোনেই Qualcomm ও MediaTek চারটি আলাদা আলাদা ফ্লাগশিপ প্রসেসর দেখা যেতে পারে। তার মধ্যে I10- মডেলটিতে Dimensity 9000 প্রসেসর ও I10a মডেলটিতে Snapdragon 870 প্রসেসর দুটি থাকতে পারে।