Oppo A2 জম্পেশ লুক ও ফিচার্সের সঙ্গে লঞ্চ হয়ে গেল, অল্প দামে 24GB র‍্যাম, 33W চার্জিং

Oppo A2 সাধ্যের মধ্যে সুন্দর ডিজাইন ও ফিচার্স নিয়ে লঞ্চ হয়ে গেল। স্মার্টফোনটির অন্যতম বৈশিষ্ট্য ২৪ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত বিশাল ইন্টারনাল স্টোরেজ সহ MediaTek Dimensity 6020 প্রসেসর। এছাড়াও, Oppo A2-তে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত এলটিপিএস এলসিডি স্ক্রিন, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি জেনে নিই।

Oppo A2: স্পেসিফিকেশন, ফিচার্স

ডুয়েল সিম (ন্যানো) ওপ্পো এ২-এ ৬.৭২ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) এলটিপিএস এলসিডি স্ক্রিন রয়েছে, যা ৯০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ৩৯১ পিপিআই পিক্সেল ডেনসিটি, ৬৮০ নিট পিক ব্রাইটনেস, ৯১.৪ স্ক্রিন-টু-বডি এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। ফোনটিতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং মালি-জি৫৭ এমসি২ জিপিইউ-এর সাথে যুক্ত। ভার্চুয়াল র‍্যাম ফিচার ব্যবহার করে ওপ্পো এ২-এর মেমরি ২৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। হ্যান্ডসেটিতে ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, Oppo A2-এর পিছনে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৭৭ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ, এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ২ মেগাপিক্সেলের সেন্সর বর্তমান। আর সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে। এছাড়া, Oppo A2-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি ২.০, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট, জিপিএস এবং এ-জিপিএস।

ফোনটিতে ফেস আনলক ফিচারের পাশাপাশি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত আছে। তাছাড়া জল ও ধুলোবালি প্রতিরোধের জন্য আইপি৫৪ (IP54) রেটিংয়ের সাথে এসেছে। সর্বোপরি, পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A2-এ ৩৩ ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Oppo A2: দাম

চীনে লঞ্চ হওয়া Oppo A2-এর বেস ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৬,৫০০ টাকা)। আর ফোনটির টপ-এন্ড ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২০,০০০ টাকা)। ফোনটি ভারতে কবে আসবে, তা এখনও জানা যায়নি।