Realme UI 4.0: পুরানো রিয়েলমি ফোন হয়ে যাবে নতুন, একাধিক ফিচার সহ লঞ্চ হল রিয়েলমি ইউআই ৪.০

Realme সম্প্রতি লেটেস্ট Android 13 আপডেটের ওপর ভিত্তি করে রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিন লঞ্চ করেছে। কোম্পানির দাবি অনুযায়ী, ডিজাইন, ইন্টার‍্যাকশন ও সুরক্ষার নিরিখে নয়া কাস্টম ওএস আগের তুলনায় অনেকটাই ভালো। এছাড়া, পূর্বের চাইতে এই অপারেটিং সিস্টেম বহুগুণ দ্রুত চলবে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য যে, নতুন ইউআই ভার্সন ডেভেলপ করার ক্ষেত্রে চীনা ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি মূলত চারটি বৈশিষ্ট্যের ওপর জোর দিয়েছে – রিয়েল ডিজাইন (Real Design), রিয়েল ফান (Real Fun), রিয়েল সিমলেস (Real Seamless) এবং রিয়েল সেফ (Real Safe)। এর সুবাদে ইউজারদের ব্যবহারিক অভিজ্ঞতা যে আরও অনেকটাই উন্নত হতে চলেছে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

একগুচ্ছ কার্যকর ফিচারের সাথে নিয়ে মার্কেটে পা রেখেছে Realme UI 4.0

আপনাদেরকে জানিয়ে রাখি, রিয়েলমি ইউআই ৪.০-এ উল্লেখযোগ্য ভিজ্যুয়াল চেঞ্জ দেখা যাবে। নয়া কাস্টম রম কার্ডভিত্তিক ডিজাইন অফার করবে, যা বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় তথ্য এবং কম গুরুত্বপূর্ণ তথ্য দেখাবে। এছাড়া, এই নয়া কাস্টম স্কিনে থাকছে ব্লসম ওয়ালপেপার ও শ্যাডো রিফ্লেকটিভ ক্লক, যা এই আপডেটের ইন্টারফেসকে আরও ডায়নামিক করে তুলবে। তদুপরি, রিয়েলমি ইউআই ৪.০ ইমোজি অ্যানিমেশন, ইন্ট্যার‍্যাক্টিভ প‌্যানেল, কাস্টমাইজড রিকমেন্ডেশন, এবং কোয়ান্টাম অ্যানিমেশন ইঞ্জিন ৪.০ (Quantum Animation Engine 4.0) টেকনোলজি অফার করবে। আবার, নয়া আপডেটের মাল্টি-স্ক্রিন কানেক্ট (Multi-screen Connect) ফিচারটি ব্যবহারকারীদেরকে অন্যান্য রিয়েলমি ফোন, রিয়েলমি ট্যাবলেট এবং সামঞ্জস্যপূর্ণ পিসিগুলির সাথে ইন্টার‍্যাক্ট করতে সহায়তা করবে।

নয়া কাস্টম রমের দৌলতে ব্যাটারি লাইফ আগের থেকে ৫ শতাংশ বাড়বে

এছাড়াও, সাম্প্রতিক আপডেটের হাত ধরে রিয়েলমি ফোনে যুক্ত হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে (AOD)। এর ফলে সবসময় স্ক্রিনের উপরে ঘড়ি দেখতে পাবেন ইউজাররা। আবার, গান শোনার সময় স্ক্রিনে সর্বদা মিউজিক প্লেয়ার দেখা যাবে, যার ফলে ট্র্যাক বদল করতে হলে আর স্ক্রিন আনলক করার প্রয়োজন হবে না। উপরন্তু, রিয়েলমি ইউআই ৪.০ ডায়নামিক কম্পিউটিং ইঞ্জিন সহ এসেছে, যা গেমিংয়ের সময় ডিভাইসের পারফরম্যান্স আগের তুলনায় ১০ শতাংশ উন্নত করতে সহায়তা করবে। একইসঙ্গে, ব্যাটারি লাইফও আগের থেকে ৫ শতাংশ বাড়বে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে। এছাড়াও, নতুন রিয়েলমি ইউআই একবারে ১৮ টি অ্যাপ্লিকেশন চালাতে সক্ষম।

এসবের পাশাপাশি সুরক্ষার জন্য Realme UI 4.0-তে রয়েছে প্রাইভেট সেফ (Private Safe), অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ডে (AES) এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। এছাড়াও, নয়া কাস্টম রমে যুক্ত হয়েছে অটো-পিক্সালেট (Auto Pixelate) ফিচার, যার সহায়তায় স্ক্রিনশটে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য স্বয়ংক্রিয়ভাবে ব্লার হয়ে যাবে। এর ফলে ইউজারদের গোপনীয় তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা কমবে। তদুপরি, Realme-র নতুন কাস্টম রম ওমোজি (Omoji) ভার্চুয়াল অবতারের জন্য বেশ কিছু নতুন ফেসিয়াল ফিচার সাপোর্ট করবে। অর্থাৎ, ব্যবহারকারীরা বিভিন্ন মুখের আকার, স্কিন টোন, মেকআপ শৈলী, চুলের স্টাইল এবং অন্যান্য অ্যাক্সেসরিজকে কাজে লাগিয়ে তাদের ওমোজি অবতারগুলিকে কাস্টমাইজ করতে পারবেন।