200MP ক্যামেরা, সঙ্গে Snapdraon 8 Gen 2 চিপ, Realme 10 Ultra বাজারে ঝড় তুলতে আসছে

প্রখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি চলতি বছরের প্রথমার্ধে Realme 9 সিরিজের হ্যান্ডসেটগুলি লঞ্চ করার পর গত কয়েকমাস ধরেই তাদের পরবর্তী প্রজন্মের Realme 10 সিরিজটি বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই লাইনআপের অধীনে Realme 10 4G, Realme 10 5G, Realme 10i, Realme 10 Pro+ 5G এবং Realme 10 Pro+ 5G-এই মডেলগুলি বাজারে আত্মপ্রকাশ করবে। আর এবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ফাঁস হয়েছে, যা এই সিরিজে অন্তর্ভুক্ত হাই-এন্ড Realme 10 Ultra হ্যান্ডসেটের অস্তিত্ব প্রকাশ করেছে।

প্রকাশ্যে এল Realme 10 Ultra এর নয়া পোস্টার

চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এ উপস্থিত রিয়েলমি ১০ আল্ট্রা-এর পোস্টারটি একটি ফ্যান দ্বারা নির্মিত ছবি বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি, এক্স-সিরিজ বাতিল করার পর, কোম্পানিটি বর্তমানে “জিটি” ব্র্যান্ডিংয়ের অধীনেই তাদের যাবতীয় ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করে থাকে। এটা লক্ষণীয় যে, গত কয়েক বছর ধরে রিয়েলমি চীনে তাদের নম্বর সিরিজের স্মার্টফোন বিক্রি করছে না। হোম মার্কেটের জন্য, তাদের প্রোডাক্ট পোর্টফোলিওতে  জিটি, নিও, ভি, এবং কিউ সিরিজের স্মার্টফোনগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে, চলতি মাসে রিয়েলমি ১০ লাইনআপটি লঞ্চ করে চীনে রিয়েলমির নম্বর সিরিজটি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, রিয়েলমি ১০ আল্ট্রার পোস্টারে উল্লিখিত স্পেসিফিকেশনগুলি একটি নম্বর সিরিজের ফোনের জন্য বেশি উন্নত বলে মনে করা হচ্ছে। পোস্টারে বলা হয়েছে যে, ডিভাইসটি আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ চিপসেট, ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২১৬০ হার্টজ পিডাব্লিউএম (PWM) ডিমিং অফার করবে। আর পোস্টারে থাকা ফোনটির ছবিটিটিতে দেখা গেছে যে, এটিতে একটি দৃশ্যমান ফ্রন্ট ক্যামেরা ছাড়াই কার্ভড এজের ডিসপ্লে রয়েছে। সুতরাং এতে আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা উপস্থিত থাকতে পারে।

যদিও, এখনও এটা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না যে, বাস্তবে Realme 10 Ultra-এর অস্তিত্ব রয়েছে। কারণ পোস্টারটির সত্যতা আমরা যাচাই করিনি।  কিন্তু অনুমান করা হচ্ছে যে Realme 10 সিরিজে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১-চালিত ডিভাইস অন্তর্ভুক্ত থাকবে। এটি কার্ভড এজ সহ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লের সাথে আসবে বলে আশা করা হচ্ছে, যা ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন, ১০-বিট কালার, ২১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং এবং প্রায় ২.৩ মিলিমিটারের একটি সরু চিন অফার করবে।  ডাইমেনসিটি ১০৮০ চালিত Realme 10 Pro চলতি মাসের শেষের দিকেই লঞ্চ হবে বলে শোনা গেলেও SD8+G1 চালিত রিয়েলমি ফোনটির লঞ্চের তারিখ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।