জোগান দিতে হিমশিম, মুড়ি মুড়কির মত বিক্রি হওয়া Lava Agni 2 5G ফোনের পরবর্তী সেলের তারিখ জেনে নিন

আগামী ৭ জুন দুপুর বারোটায় Amazon ও লাভা অনলাইন স্টোর থেকে Lava Agni 2 5G ফোনটির সেল শুরু হবে

Lava Agni 2 5G সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল। আর দুর্দান্ত ফিচারের সাথে আসার কারণে এটি মুহূর্তেই মানুষের মন জয় করে নিতে সমর্থ হয়েছে। জানা গেছে, সেল শুরু হওয়ার মাত্র ২ ঘন্টার মধ্যে আউট অফ স্টক হয়ে যায় Lava Agni 2 5G। ফলে অনেকেই সেদিন ডিভাইসটি কিনতে পারেনি। আর তাই এবার লাভা ইচ্ছুক ক্রেতাদের জন্য স্মার্টফোনটির পরবর্তী সেলের তারিখ ঘোষণা করেছে।

কোম্পানির তরফে বলা হয়েছে যে, আগামী ৭ জুন দুপুর বারোটায় Amazon ও লাভা অনলাইন স্টোর থেকে ফোনটির সেল শুরু হবে। লাভা অগ্নি ২ ৫জি এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ২১,৯৯৯ টাকা। তবে বিভিন্ন ব‌্যাংক অফারের লাভ ওঠাতে পারলে আরও ২,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

স্পেসিফিকেশনের কথা বললে, লাভা অগ্নি ২ ৫জি ফোনের সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ৬.৭৮-ইঞ্চির ৩ডি (3D) ডুয়াল কার্ভড AMOLED ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর ও ৮ জিবি র‌্যাম উপস্থিত। পাশাপাশি ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম চালিত। আর এতে ১৩টি ৫জি ব্যান্ড সমর্থন করবে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Lava Agni 2 5G ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার।

সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর পাওয়ার ব্যাকআপের জন্য Lava Agni 2 5G স্মার্টফোনে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৪,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।