এয়ারটেল কে হারাতে Jio-র নতুন চাল, Nokia-র সাথে হাত মিলিয়ে সারা দেশে দেবে উন্নত 5G পরিষেবা

ভারতের নির্বাচিত কিছু শহরে ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে 5G লঞ্চ করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি Reliance Jio। তবে গোটা দেশে বিপুলভাবে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক বিস্তারের জন্য এবার Nokia-র সঙ্গে হাত মেলাতে চলেছে মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থাটি। সম্প্রতি এক রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, ভারতে 5G নেটওয়ার্ক স্থাপনের বিষয়টিকে কেন্দ্র করে Jio-র সঙ্গে বেশ কয়েক বছরের চুক্তি করেছে Nokia। চুক্তি অনুযায়ী, দেশের সেরা টেলিকম কোম্পানিটিকে নিজেদের এয়ারস্কেল (AirScale) পোর্টফোলিও থেকে 5G রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক (RAN) সরঞ্জাম (ইক্যুইপমেন্ট) সরবরাহ করবে ফিনল্যান্ডের সংস্থাটি। গত সোমবার Nokia-র তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে।

আপামর দেশবাসীকে উন্নত নেটওয়ার্ক পরিষেবা প্রদানের লক্ষ্যে Nokia-র সাথে হাত মেলালো Jio

নোকিয়ার তরকে জানা গিয়েছে যে, কোম্পানিটি তার এয়ারস্কেল পোর্টফোলিও থেকে ৫জি রেডিও অ্যাক্সেস নেটওয়ার্কের সরঞ্জাম সরবরাহ করবে জিও-কে। এর মধ্যে রয়েছে বেস স্টেশন, উচ্চ ক্ষমতাসম্পন্ন ৫জি ম্যাসিভ মিমো (Massive MIMO অর্থাৎ মাল্টি ইনপুট এবং মাল্টি আউটপুট) অ্যান্টেনা এবং বিভিন্ন স্পেকট্রাম ব্যান্ড সাপোর্ট করার জন্য রিমোট রেডিও হেডস (RRH) এবং সেল্ফ-অর্গ্যানাইজিং নেটওয়ার্ক সফ্টওয়্যার। উল্লেখ্য যে, এই মুহূর্তে জিও-র ঝুলিতে রয়েছে প্রায় ৪২ কোটি গ্রাহক, আর এই বিপুল সংখ্যক গ্রাহকের ফোনে ৫জি পৌঁছে দিতেই সংস্থাটি এই মেগা প্ল্যান করেছে বলে জানা গিয়েছে।

Nokia-র সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে খুবই আনন্দিত – জানালেন আকাশ আম্বানি

উল্লেখ্য যে, রিলায়েন্স জিও ভারতে একটি স্বতন্ত্র (স্ট্যান্ডঅ্যালোন) ৫জি নেটওয়ার্ক স্থাপন করার পরিকল্পনা করেছে। এই নয়া প্রজন্মের নেটওয়ার্ক বিদ্যমান ৪জি (4G) নেটওয়ার্কের সাথেই কাজ করবে। সেক্ষেত্রে নোকিয়ার সঙ্গে এই চুক্তির বিষয়ে রিলায়েন্স জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি (Akash Ambani) বলেছেন, “ভারতে স্ট্যান্ডঅ্যালোন ৫জি নেটওয়ার্ক স্থাপন করার লক্ষ্যে নোকিয়ার সাথে হাত মেলাতে পেরে আমরা খুবই আনন্দিত। জিও তার সমস্ত গ্রাহকদেরকে উন্নত মানের নেট ব্যবহারের এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য বর্তমানের পাশাপাশি ভবিষ্যতেও সমস্তরকম বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং আমরা এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে, নোকিয়ার সাথে আমাদের অংশীদারিত্ব দেশের আপামর জনগণকে বিশ্বের সবচেয়ে উন্নত ৫জি নেটওয়ার্ক সরবরাহ করতে সক্ষম হবে।”

Jio-র সাথে হাত মেলাতে পেরে গর্বিত – বললেন Nokia-র প্রেসিডেন্ট লুন্ডমার্ক

অন্যদিকে এই প্রসঙ্গে Nokia-র প্রেসিডেন্ট ও সিইও পেক্কা লুন্ডমার্ক (Pekka Lundmark) বলেছেন, “Reliance Jio-র সঙ্গে এই চুক্তি সংস্থার জন্য নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য জয়। উভয় কোম্পানি একজোট হওয়ার ফলে ভারতবাসী নিশ্চিতভাবে অতি উন্নত মানের 5G পরিষেবা পেতে সক্ষম হবেন। আর Nokia-র AirScale পোর্টফোলিওর সৌজন্যেই এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়া সম্ভবপর হবে। Jio আমাদের প্রযুক্তির উপর আস্থা রাখায় আমরা গর্বিত এবং ভারতের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরের সঙ্গে এই দীর্ঘমেয়াদী চুক্তির সৌজন্যে আমরাও সংস্থাটিকে দেশজুড়ে 5G রোলআউটের ক্ষেত্রে যথাযোগ্য সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকছি।”