বাজার কাঁপাতে আসছে Motorola Edge 50 Ultra, শক্তিশালী প্রসেসর সহ থাকবে 50+50+50MP ক্যামেরা

মোটোরোলা খুব শীঘ্রই দু’টি দুর্দান্ত স্মার্টফোন বাজারে আনতে চলেছে, যার মধ্যে রয়েছে Moto G64 5G ও Motorola Edge 50 সিরিজ৷ ইতিমধ্যেই Moto G64 5G গিকবেঞ্চ (Geekbench) সাইটে দেখা গেছে। আর এখন একই বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম থেকে Motorola Edge 50 Ultra মডেলটির পারফরম্যান্স নম্বরের পাশাপাশি নানা স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Motorola Edge 50 Ultra হাজির Geekbench সাইটে

প্রথমেই জানাই, মোটোরোলা এজ 50 আল্ট্রা গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে 1,947 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 5,149 পয়েন্ট স্কোর করেছে। ডিভাইসটি অ্যাড্রেনো 735 জিপিইউ সহ অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত হবে। অনুমান করা হচ্ছে যে, এই মোটোরোলা স্মার্টফোনটি লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপের সাথে আসবে।

এছাড়া, মোটোরোলা এজ 50 আল্ট্রা 12 জিবি পর্যন্ত র‍্যামের সাথে যুক্ত থাকবে এবং অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে। এজ 50 আল্ট্রা শীঘ্রই চীনে লঞ্চ হতে চলা মোটোরোলা এক্স50 আল্ট্রা স্মার্টফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক একটি রিপোর্ট ইঙ্গিত দিয়েছে যে, Motorola Edge 50 Ultra-এর রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে 5x অপটিক্যাল জুম সহ একটি পেরিস্কোপ টেলিফটো সেন্সর অবস্থান করবে৷ আসন্ন Edge 50 সিরিজের স্মার্টফোনগুলি উন্মোচনের জন্য আগামী 16 এপ্রিল বিশ্ব বাজারে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে মোটোরোলা, যেখানে Ultra মডেলটির ওপর থেকেও পর্দা সরানো হবে।