OnePlus 12R: দুর্ধর্ষ ক্যামেরা-প্রসেসর দিয়ে নতুন ফোন আনছে ওয়ানপ্লাস, ফিচার্স দেখুন

কোয়ালকম (Qualcomm) কিছুদিন আগেই তাদের সবচেয়ে শক্তিশালী প্রসেসর Snapdragon 8 Gen 3 সামনে এনেছে। ইতিমধ্যেই এই চিপসেট দিয়ে OnePlus 12 লঞ্চ করবে বলে ঘোষণা করেছে ওয়ানপ্লাস। আবার এখন রিপোর্টে দাবি করা হয়েছে যে, ব্র্যান্ডটি আগের বছরের ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর চিপসেট সহ সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে চলেছে। এটি OnePlus 12R নামে বাজারে আসবে। OnePlus 12R তার পূর্বসূরি, OnePlus 11R এর থেকে কোন কোন ক্ষেত্রে আলাদা হবে, এবার সেই সম্পর্কিত তথ্য সামনে এসেছে।

OnePlus 12R-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার শিশির শেলকে তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ওয়ানপ্লাস ১২আর-এর কিছু আপগ্রেড সম্পর্কে জানিয়েছেন। এটি এবং তার পূর্বসূরি ওয়ানপ্লাস ১১আর-এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য হল স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১-এর জায়গায় স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপের অন্তর্ভুক্তি। এই প্রসেসর থাকার ফলে ওয়ানপ্লাস ১২আর-এর সিপিইউ এবং গেমিং পারফরম্যান্স উন্নত হবে ও আরও এফিশিয়েন্ট হওয়ার কারণে ব্যাটারির আয়ুও বৃদ্ধি পাবে।

পাশাপাশি, ২x জুম সহ একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত করার সাথে ওয়ানপ্লাস ১২আর-এর ক্যামেরা সিস্টেমটিও উন্নত হবে, যা আগের প্রজন্মের মডেলের ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার থেকে উল্লেখযোগ্য আপগ্রেড হবে। ডিসপ্লে ব্রাইটনেসের ক্ষেত্রেও বড় উন্নতি দেখা যাবে। আসন্ন মডেলটির পিক ব্রাইটনেস লেভেল ৩,০০০ নিট পর্যন্ত পৌঁছবে। যেখানে, ওয়ানপ্লাস ১১আর-এর ডিসপ্লেতে ১,৪০০ নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা রয়েছে। ওয়ানপ্লাস এই ফোনের ফ্রেমটি প্লাস্টিকের পরিবর্তে মেটাল দিয়ে তৈরি করবে বলে জানা গেছে।

পরিশেষে, OnePlus 12R-এর ব্যাটারিটির ক্ষমতা হবে ৫,৫০০ এমএএইচ, যা পূর্বসূরির থেকে সামান্য বেশি। বড় ব্যাটারির সাথে Snapdragon 8 Gen 2 চিপের মেলবন্ধন নয়া মডেলে OnePlus 11R-এর তুলনায় আরও দীর্ঘ ব্যাটারি লাইফ প্রদান করবে। এখানে লক্ষণীয় যে, এই ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি পূর্বে প্রকাশিত OnePlus Ace 3-এর বৈশিষ্ট্যগুলির সাথে মিলে যায়। যদিও, টিপস্টার লঞ্চের তারিখ প্রকাশ করেনি, তবে আশা করা যায় OnePlus 12R শীঘ্রই বাজারে পা রাখবে। সম্ভবত এটি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকেই আত্মপ্রকাশ করবে।