Moto E7i Power, Moto E6i ও Lenovo K13 এর লঞ্চ আসন্ন, দেখা গেল ব্লুটুথ সার্টিফিকেশন সাইটে

Lenovo মালিকানাধীন Motorola শীঘ্রই Moto E7i Power এবং Moto E6i নামে দুটি স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই দুটি ফোন সম্প্রতি ব্লুটুথ সার্টিফিকেশন (Bluetooth SIG) পেয়েছে। পাশাপাশি Lenovo K13 ফোনটিও একই সার্টিফিকেশন লাভ করেছে। প্রসঙ্গত ২০১৯ সালে লঞ্চ হয়েছিল মোটো ই৬ সিরিজ। আবার মোটো এ৭ গতবছর নভেম্বরে লঞ্চ হয়। এই দুটি সিরিজেরই নতুন ফোন হিসাবে Moto E6i ও Moto E7i Power বাজারে আসবে।

ব্লুটুথ সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে Moto E7i Power ফোনের মডেল নম্বর XT2097-12, XT2097-13, XT2097-14। এতে ব্লুটুথ ৪.২ কানেক্টিভিটি থাকবে। এই ফোনটি Moto E7 এবং Moto E7 Plus এর পর এই সিরিজের তৃতীয় ফোন হবে। আশা করা যায় মোটো ই৭আই পাওয়ার ফোনে শক্তিশালী ব্যাটারি, দুর্দান্ত ফিচার থাকবে।

এদিকে Lenovo K13 ফোনটি Moto E7i Power এর রিব্রান্ডেড ভার্সন হবে। কারণ এর মডেল নম্বর দেখা গেছে XT2097-15। অর্থাৎ ফোনটি মোটো ই৭আই পাওয়ার এর একটি ভ্যারিয়েন্ট হবে। তবে অবাক করার মত বিষয় এই যে, দুইমাস আগেই লেনোভো কে১২ লঞ্চ হয়েছিল। সেক্ষেত্রে কোম্পানিটি খুব কম সময়ের মধ্যেই আপগ্রেড সিরিজ নিয়ে কাজ শুরু করে দিয়েছে।

ছবি ক্রেডিট – Bluetooth SIG

আবার Moto E6i ফোনটির কথা বললে, সার্টিফিকেশন সাইটে এই ফোনটি XT2053-5 এবং XT2053-6 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এতে ব্লুটথ ৪.২ কানেক্টিভিটি থাকবে বলে জানা গেছে। এই ফোনটি মোটো ই৬ সিরিজের চতুর্থ ফোন হবে। এর আগে এই সিরিজে Moto E6 Play, Moto E6 Plus in 2019 এবং Moto E6s এর মত ফোনগুলি লঞ্চ হয়েছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন