Tecno Spark 20C অবশেষে ভারতে লঞ্চ হল, 9000 টাকার কমে AI ক্যামেরা সহ এত কিছু

Tecno Spark 20C স্মার্টফোন ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, যার দাম ৮,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে।

প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হল Tecno Spark 20C। এটি হল একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যা প্রিমিয়াম ডিজাইনের সাথে এসেছে। এটির দাম এদেশে ৯,০০০ টাকারও কম রাখা হয়েছে। ফিচারের কথা বললে, Tecno Spark 20C ফোন – ডাইনামিক পোর্ট যুক্ত HD+ LCD ডিসপ্লে প্যানেল, অক্টা-কোর প্রসেসর, ১২৮ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল AI রিয়ার ক্যামেরা ইউনিট, এমনকি ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেমের মতো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অফার করে। চলুন Tecno Spark 20C স্মার্টফোনের দাম, লভ্যতা ও কনফিগারেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

প্রসঙ্গত, ডিভাইসটি ২০২৩ সালের নভেম্বর মাসের শেষে প্রথম উন্মোচন করা হয়েছিল। তারপর পর্যায়ক্রমে সংস্থাটি Tecno Spark 20C -কে নির্বাচিত বাজারে লঞ্চ করছে। আজ ভারতের বাজারেও এটি পা রাখলো।

ভারতে Tecno Spark 20C স্মার্টফোনের দাম এবং প্রাপ্যতা

এদেশের বাজারে টেকনো স্পার্ক ২০সি স্মার্টফোন ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, যার দাম ৮,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এটি আগামী ৫ই মার্চ থেকে ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে – ম্যাজিক স্কিন গ্রিন (লেদার ব্যাক প্যানেল যুক্ত), মিস্ট্রি হোয়াইট, অ্যালপেংলো গোল্ড এবং গ্র্যাভিটি ব্ল্যাক কালার অপশনের সাথে কেনা যাবে।

Tecno Spark 20C স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো স্পার্ক ২০সি দেখতে অনেকটা আইফোন প্রো -এর মতো। এতে ৬.৬-ইঞ্চির এইচডি প্লাস (১৬১২x৭২০ পিক্সেল) এলসিডি পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি শুধু দেখতেই আইফোনের মতো নয়, এর একটি ফিচারও অ্যাপল হ্যান্ডসেটের অনুরূপ। আসলে এর স্ক্রিনে অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের মতো বৈশিষ্ট্য সাপোর্ট করে, যার নাম রাখা হয়েছে ‘ডাইনামিক পোর্ট’। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এই ফোনে একটি নাম বিহীন অক্টা-কোর প্রসেসর আছে, যার সাথে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সংযুক্ত।

এদিকে Tecno Spark 20C স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি এআই (AI) লেন্স৷ এদিকে ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার দেখা যাবে। কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে সামিল থাকছে – ডুয়াল সিম স্লট, ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিএনএসএস, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লট। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এতে ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেম এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা পাওয়া যাবে। আর অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম চালিত Tecno Spark 20C স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।