ক্যামেরাহীন ফোনেই উঠবে ঝকঝকে সেলফি ও ভিডিয়ো! Xiaomi-র ভেলকিতে চমকে যাবে বিশ্ব

২০১৯ সালের সেপ্টেম্বর মাসের শেষে Mi Mix Alpha নামে একটি আকর্ষণীয় কনসেপ্ট স্মার্টফোন প্রদর্শন করেছিল Xiaomi। যার চারিদিকে (দু’পাশে ও পিছনে) সারাউন্ড ডিসপ্লের উপস্থিতি প্রযুক্তিমহলে শোরগোল ফেলে দিয়েছিল। কোম্পানি ফোনটির কিছু ইউনিট তৈরি করে মতামত জানার জন্য বেছে বেছে কিছু সংবাদমাধ্যমকে পাঠিয়েছিল। তবে, সাধারণ ক্রেতাদের জন্য Mi Mix Alpha কখনই বাজারে আসেনি। কিন্তু প্রায় চার বছর পর, শাওমি তাদের Mi Mix Alpha-এর অনুরূপ একটি নতুন স্মার্টফোন ডিজাইনের জন্য পেটেন্ট দাখিল করেছে।

Xiaomi একটি নতুন সারাউন্ড স্ক্রিন স্মার্টফোন ডিজাইন পেটেন্ট করেছে

আইটিহোমের রিপোর্ট অনুযায়ী, শাওমি চীনের ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশন (CNIPA)-এর কাছে একটি ডিজাইনের পেটেন্ট পেশ করেছে। এই ডিজাইনটি কিছুটা ২০১৯ সালের এমআই মিক্স আলফার কনসেপ্টের সাথে সাদৃশ্যপূর্ণ। তবে, শাওমির নতুন সারাউন্ড স্ক্রিন স্মার্টফোনের ডিজাইন পুরোপুরি এমআই মিক্স আলফার মতো নয়। এর পিছনের অংশে একটি বড় নন-ডিসপ্লে এরিয়া রয়েছে এবং নতুন ডিজাইনে এটি বাম দিকের পরিবর্তে মাঝখানে অবস্থিত।

ফোনটির বিশেষত্ব হল সমস্ত ক্যামেরা সেন্সরগুলি স্ক্রিনের মধ্যে অবস্থিত। সামনের অংশে ওপরের বাম কোণে একটি সিঙ্গেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। আর ট্রিপল রিয়ার ক্যামেরাগুলি বাম দিকের ব্যাক ডিসপ্লেতে উল্লম্বভাবে সজ্জিত। বাইরে থেকে যাদেরকে বোঝা যাবে না।

আবার, নীচের দিকে একটি সিম কার্ড স্লট, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল দেখা গেছে৷ যেখানে, ওপরের প্রান্তে আরেকটি স্পিকার গ্রিল এবং দুটি ছিদ্র রয়েছে, যা সম্ভবত মাইক্রোফোনের জন্য। আর, ক্যাপাসিটিভ পাওয়ার এবং ভলিউম বাটনগুলি ফোনের বামদিকে পাওয়া যাবে।

উল্লেখ্য, শাওমি সাধারণত আগস্ট মাসে তাদের বার্ষিক অনুষ্ঠানের সময় আকর্ষণীয় ও উদ্ভাবনী ডিভাইস উন্মোচন করে থাকে। তাই সম্ভবত, কোম্পানি চলতি বছরের সম্মেলনে এই ডিজাইনের কনসেপ্টটি উন্মোচন করবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ডিজাইন পেটেন্টগুলি আনুষ্ঠানিকভাবে উপলব্ধ হয় না। তাই এর ক্ষেত্রেও এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।