ইলেকট্রিক স্কুটারের জগতে আসছে বিপ্লব, Simple Energy স্বাধীনতা দিবসের দিন নিচ্ছে গ্রান্ড এন্ট্রি

বেঙ্গালুরুস্থিত ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপ সিম্পল এনার্জি (Simple Energy) তাদের প্রথম ফ্ল্যাগশিপ ই-স্কুটার আগামী ১৫ আগস্ট লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। আপাতত মডেলের নাম ঠিক না হলেও, ই-স্কুটারটির জন্য কোড নাম রাখা হয়েছে Mark 2। উল্লেখ্য, সংস্থাটি গত বছর Mark 1 কোড নামে স্কুটারটির একটি প্রোটোটাইপ ভার্সন তৈরি করেছিল। এখন কোম্পানির প্রেস বিবৃতিতে বলা হয়েছে, প্রোটোটাইপের ওপর ভিত্তি করেই তারা Mark 2 কোড নামে ফ্ল্যাগশিপ স্কুটারটির প্রোডাকশন ভার্সন তৈরি করার কাজ শেষ করে ফেলেছে। স্পেসিফিকেশন প্রকাশের পাশাপাশি সিম্পল এনার্জি জানিয়েছে, স্বাধীনতা দিবসের দিন লঞ্চ হতে চলা তাদের প্রথম ইলেকট্রিক স্কুটারের দাম ১.১০ লক্ষ থেকে ১.২০ লক্ষ টাকার মধ্যে হবে।

Simple Energy-র Mark 2 ইলেকট্রিক স্কুটারে ৪.৮ কিলোওয়াট ব্যাটারি প্যাক ব্যবহার করেছে। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ হবে ১০০ কিমি/ঘন্টা এবং মাত্র ৩.৬ সেকেন্ডেই এটি ০-৫০ কিমি গতিবেগ তুলতে সক্ষম হবে। স্কুটারটি ইকো, নর্মাল, ও স্পোর্টস রাইডিং মোডের সাথে আসবে। গত বছরের নভেম্বরে পুনের Automotive Research Association Of India (ARAI)-এর তত্ববধানে Simple Energy Mark 2 স্কুটারের প্রোটোটাইপ মডেলের টেস্ট সম্পন্ন করা হয়েছিল। টেস্ট রেজাল্ট থেকে জানা গিয়েছিল যে ইকো মোডে Mark 2 ই-স্কুটারটির ২৪০ কিমি পথ চলতে পারবে।

আবার নর্মাল ও স্পোর্টস মোডে রাইডিং রেঞ্জ হবে যথাক্রমে ২২০ ও ১৮০ কিমি। যদি ARAI-এর টেস্ট বাস্তবে প্রতিফলিত হয় তাহলে বেস্ট ইন ক্লাস রাইডিং রেঞ্জ ও স্পিডের দৌলতে Simple Energy Mark 2, Ather 450X-এর মতো সাড়া জাগানো স্কুটারকেও পেছনে ফেলে দেবে।

স্টাইলিশ ও স্পোর্টি ডিজাইনের মার্ক ২ ইলেকট্রিক স্কুটারের ফিচার তালিকা বেশ দীর্ঘ। এটি IP67 রেটিংযুক্ত ওয়াটারপ্রুফ এবং টাচ স্ক্রিন ডিসপ্লে, ব্লুটুথ ও ফোর জি কানেক্টিভিটি, এলইডি হেডলাইট এবং টেললাইট, অন বোর্ড নেভিগেশন সিস্টেম সহ নানা অত্যাধুনিক ফিচারের সাথে আসবে।

মার্ক ২-এর লিথিয়াম-আয়ন ব্যাটারি ০-৮০ শতাংশ চার্জ হতে সময় নেবে ৪০ মিনিট, ০-১০০ শতাংশ চার্জ হতে সময় নেবে ১ ঘন্টা ৫ মিনিট। আবার ফাস্ট চার্জিংয়ের সাহায্যে মাত্র ২০ মিনিটেই ৫০ শতাংশ চার্জ দেওয়া যাবে। উল্লেখ্য, মার্ক ২ স্কুটারটির জন্য ব্যবহৃত ৯০ শতাংশ যন্ত্রাংশ স্থানীয় বাজার থেকে আমদানি করা হচ্ছে বলে সিম্পল এনার্জি আগেই ঘোষণা করেছে।

কোম্পানির প্রথম ইলেকট্রিক স্কুটারের লঞ্চের তারিখ ঘোষণা করতে গিয়ে সিম্পল এনার্জির চিফ এগজিকিউটিভ অফিসার সুহাস রাজকুমার বলেছেন, “লঞ্চ ডেট ঘোষণা করতে গিয়ে আমরা রোমাঞ্চিত বোধ করছি। দেশের জন্য ১৫ আগস্ট একটি গুরুত্বপূর্ণ দিন, সিম্পল এনার্জি ওই দিন বিশ্বমানের পণ্য এনে ইতিহাস সৃষ্টি করার লক্ষ্য নিয়েছে। কোভিড ১৯-এর দ্বিতীয় ঢেউয়ের কারণে, পরিস্থিতি আরও ভাল হওয়ার আশায় আমরা স্বাধীনতা দিবসকে বেছে নিয়েছি।”

সিম্পল এনার্জির প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চের জন্য বেঙ্গালুরু শহরকে বেছে নেওয়া হয়েছে, যেখানে তাদের R&D সেন্টার ও কারখানা রয়েছে। এরপর দক্ষিণ ভারতের অন্যান্য শহর বিশেষত চেন্নাই এবং হায়দরাবাদেও লঞ্চ হবে এই ই-স্কুটার। সিম্পল এনার্জি ধীরে ধীরে অন্যান্য শহর এবং রাজ্যেও ব্যবসা বাড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন