10 হাজারের কমে বাজারে এল Samsung Galaxy A03, সেল কবে জেনে নিন

গত বছরের নভেম্বরে Samsung Galaxy A03 স্মার্টফোনের উপর থেকে পর্দা সরানো হয়েছিল। তবে স্যামসাং ডিভাইসটির স্পেসিফিকেশন সম্বন্ধীয় সমস্ত তথ্য প্রকাশ করলেও, দাম ঘোষণা করেনি। বিক্রি শুরু করার আগে সেই অসম্পূর্ণ কাজটি এবার সেরে ফেলল তারা। টেক জায়ান্টটির তাদের অফিসিয়াল ব্লগ পোস্টে জানিয়েছে, ১০ জানুয়ারি থেকে ভিয়েতনামে Samsung Galaxy A03-এর সেল শুরু হবে। উল্লেখ্য, এটি মূলত বাজেট-রেঞ্জের মডেল। ডিভাইসটির ফিচারগুলির মধ্যে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, অক্টা কোর প্রসেসর ও ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উল্লেখযোগ্য।

স্যামসাং গ্যালাক্সি এ০৩ দাম ও লভ্যতা (Samsung Galaxy A03 Price and Availability)

ভিয়েতনামে স্যামসাং গ্যালাক্সি এ০৩ এর দাম ২,৯৯০,০০০ ভিয়েতনামি ডং (প্রায় ৯,৭০০ টাকা) থেকে শুরু, যা ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। এটি ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ অপশনেও উপলব্ধ, যার দাম ৩,৪৯০,০০০ ভিয়েতনামি ডং (প্রায় ১১,৩০০ টাকা)। Samsung Galaxy A03 তিনটি কালারের মধ্যে বেছে নেওয়া যাবে – ব্ল্যাক, ব্লু ও রেড।

স্যামসাং গ্যালাক্সি এ০৩ স্পেসিফিকেশনস ও ফিচার্স (Samsung Galaxy A03 Specifications and Features)

ডুয়াল সিমের স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ইনফিনিটি- ভি ডিউ ড্রপ নচ ডিসপ্লে। এতে ইউনিসক টি৬০৬ প্রসেসর দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে আটটি কোর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ডিভাইসটি ডলবি এটমস অডিও সাপোর্ট করে বলে জানা গিয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্যামসাং গ্যালাক্সি এ০৩-এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A03 ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ – এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনের সামনে পাওয়া যাবে এফ/ ২.২ অ্যাপারচার লেন্স সহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।