ক্ষুরধার পারফরম্যান্স সহ ক্যামেরা আরও ভালো হবে, Vivo V27 Pro ফোনে এল নয়া আপডেট

গত মার্চ মাসে Vivo V27 Pro ভারতে আত্মপ্রকাশ করেছিল। মিড-রেঞ্জ সেগমেন্টে আসা এই ডিভাইসটি চিত্তাকর্ষক পারফরম্যান্স এবং আকর্ষণীয় তথা স্টাইলিশ ডিজাইনের কারণে যথেষ্ট জনপ্ৰিয়তা লাভ করে। আর এই জনপ্রিয়তার বহর দেখেই হয়তো Vivo তাদের এই লেটেস্ট হ্যান্ডসেটের সামগ্রিক পারফরম্যান্স আরো উন্নত করতে নতুন সফ্টওয়্যার আপডেট রিলিজ করার সিদ্ধান্ত নিল। এই আপডেট ঘোষণার মূল উদ্দেশ্যে হল, ইউজার এক্সপিরিয়েন্স বাড়ানো এবং ডিভাইসের সফ্টওয়্যার বিভাগকে অপ্টিমাইজ করা। একই সাথে বাগ সংক্রান্ত কিছু সমস্যার সমাধানও করা।

Vivo V27 Pro স্মার্টফোনের জন্য নতুন সফ্টওয়্যার আপডেট রিলিজ করা হল

ভিভো তাদের ভি২৭ প্রো স্মার্টফোনের জন্য একটি লেটেস্ট সফ্টওয়্যার আপডেট প্রকাশ করল, যার সাথে ‘জুন ২০২৩ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ’ অন্তর্ভুক্ত। উন্নত সিস্টেম অপ্টিমাইজেশনের পাশাপাশি, এই আপডেটটি বিভিন্ন ধরণের সমস্যার সমাধান করবে এবং ডিভাইসে কার্যকারিতাকেও বিভিন্ন দিক থেকে উন্নত করবে।

এক্ষেত্রে এই আপডেটের অধীনে আসা ‘ইমপ্রুভমেন্ট’ গুলির মধ্যে সামিল রয়েছে – থার্ড পার্টি অ্যাপগুলির সাথে উন্নত সামঞ্জস্যতা, অ্যাপ ক্র্যাশ সমস্যার সমাধান করা, স্থিতিশীলতার (stability) জন্য নেটওয়ার্ক পারফরম্যান্স অপ্টিমাইজ করা, সামগ্রিক ক্যামেরা ফাংশনকে উন্নত করা এবং ডার্ক মোড অভিজ্ঞতা উন্নত করা। উপরন্তু, আলোচ্য আপডেটটি অলওয়েজ-অন-ডিসপ্লে ফিচারে উপস্থিত সমস্যার সমাধান করতেও সক্ষম। নীচে বিস্তারিতভাবে ভিভো ভি২৭ প্রো স্মার্টফোনের জন্য নিয়ে আসা সফ্টওয়্যার আপডেট চেঞ্জলগ নিয়ে আলোচনা করা হল।

Vivo V27 Pro স্মার্টফোনের সফ্টওয়্যার আপডেট চেঞ্জলগ

সিস্টেম (System) :

  • সিস্টেম সিকিউরিটি উন্নত করতে জুন ২০২৩ গুগল সিকিউরিটি প্যাচে পাওয়া যাবে।
  • থার্ড পার্টি অ্যাপের সামঞ্জস্যতা অপ্টিমাইজ করা হয়েছে। একই সাথে, অ্যাপ ক্র্যাশ সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে।

নেটওয়ার্ক (Network) :

  • ব্যবহারকারীদের ওয়েব এক্সপিরিয়েন্স উন্নত করতে নেটওয়ার্ক ফ্লুয়েন্সি এবং স্ট্যাবিলিটি অপ্টিমাইজ করা হয়েছে।

ক্যামেরা (Camera) :

  • ভাল শুটিং এক্সপিরিয়েন্স প্রদান করতে ক্যামেরার সামগ্রিক ফাংশনের স্মুথনেস অপ্টিমাইজ করা হয়েছে।

ডার্ক মোড (Dark Mode) :

  • নির্দিষ্ট কয়েকটি ইন্টারফেসে অস্বাভাবিক ডিসপ্লে সমস্যা সমাধান করার জন্য ডার্ক মোড অপ্টিমাইজ করা হয়েছে।

হোম স্ক্রীন, লক স্ক্রিন এবং ওয়ালপেপার (Home screen, lock screen, and wallpaper) :

  • অলওয়েজ-অন-ডিসপ্লে ফিচারে মাঝে মধ্যে ডিসপ্লে এরর ইস্যু দেখা দিচ্ছিলো। এই সমস্যার সমাধান করা হয়েছে।

Vivo V27 Pro স্মার্টফোনে নতুন সফটওয়্যার আপডেট এসেছে কিনা কীভাবে চেক করবেন?

Vivo V27 Pro স্মার্টফোনে নয়া ‘জুন ২০২৩ অ্যান্ড্রয়েড সফ্টওয়্যার আপডেট’ উপলব্ধ হলে, ব্যবহারকারীরা তাদের ডিভাইসে একটি নোটিফিকেশন পাবেন। আর যদি আপনারা কোনো নোটিফিকেশন না পেয়ে থাকেন, তবে ম্যানুয়ালিও চেক করতে পারেন। এর জন্য প্রথমেই ডিভাইসের “সেটিংস” সেকশনে চলে যান। তারপর “সিস্টেম আপডেট” বিভাগে গিয়ে আপডেটের উপলব্ধতা পরীক্ষা করতে পারেন। (Settings > System Updates)