Infinix Zero 5G ভারতে লঞ্চ করার বার্তা দিল ইনফিনিক্স, ডিজাইন কেমন, বিশেষ কি থাকবে, দেখে নিন

Infinix-এর প্রথম ফাইভ-জি ফোন Zero 5G ভারতে শীঘ্রই লঞ্চ হবে বলে জল্পনা চলছে বেশ কয়েকদিন ধরেই। সংস্থা যদিও এতদিন এই বিষয়ে মুখ খোলেনি। তবে গতকাল এই নিয়ে জোরালো ইঙ্গিত দিল তারা। ইনফিনিক্স ইন্ডিয়ার টুইটার হ্যান্ডেল থেকে Infinix Zero 5G-কে টিজ করা হয়েছে। তবে স্মার্টফোনটির ডিজাইন ও বৈশিষ্ট্য সম্পর্কে কোনও ধারনা দেয়নি প্রস্তুতকারী সংস্থা।

উল্লেখ্য, সংস্থা প্রকাশ না করলেও Infinix Zero 5G-এর ডিজাইন ও স্পেসিফিকেশনগুলি ইতিমধ্যেই ফাঁস হয়েছে। রেন্ডার অনুযায়ী, এতে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। বাজারে আসতে পারে ব্ল্যাক ও অরেঞ্জ কালার অপশনে। স্মার্টফোনটির পাওয়ার বাটন ডানদিকে থাকবে, যা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেও কাজ করবে।

স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসলে, Infinix Zero 5G স্মার্টফোন ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ফুল-এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহযোগে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Infinix Zero 5G-এর মূল্য ২০ হাজার টাকার মধ্যে রাখা হবে বলে আশা করা যায়। কারণ, ইনফিনিক্স ইন্ডিয়া-র সিইও অনিশ কাপুর একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাদের আপকামিং 5G স্মার্টফোনের দাম ২০,০০০ প্রাইস পয়েন্ট ক্রস করবে না।