Honda CB300F: বাইকপ্রেমীদের জন্য হোন্ডা লঞ্চ করল নতুন স্ট্রিটফাইটার মডেল, দাম ও ফিচার সম্পর্কে জেনে নিন

দীর্ঘদিন ধরেই ভারতের বাজারে একটি ৩০০-৪০০ সিসির পারফরম্যান্স বাইক লঞ্চের জন্য মুখিয়ে ছিল হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (Honda Motorcycle and Scooter India)। অবশেষে গতকাল নতুন প্রজন্মের Honda CB300F স্ট্রিটফাইটার বাইক এদেশে লঞ্চ করেছে সংস্থা। গ্রাহকদের চাহিদা অনুযায়ী সম্প্রতি TVS Ronin ও Royal Enfield Hunter 350 বাজারে এসেছে। তাই এই মডেলগুলির সাথে টেক্কা নিতেই হোন্ডার এই লঞ্চ।

Honda CB300F দুটি ভ্যারিয়ান্টে হাজির হয়েছে – Deluxe ও Deluxe Pro। প্রথম ট্রিমের দাম ২,২৫,৯০০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এবং দ্বিতীয়টির প্রারম্ভিক মূল্য ২,২৮,৯০০ টাকা (এক্স-শোরুম)। নবাগত বাইকটি Honda CB500F-এর থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে। ভারতের রাস্তায় রাইডারদের পূর্ণমাত্রায় অ্যাডভেঞ্চারের স্বাদ দেবে এটি। CB300F সংস্থার প্রিমিয়াম BigWing আউটলেট থেকে বিক্রি করা হবে। শোরুম এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করা যাচ্ছে বাইকটি।

Honda CB300F তিনটি রঙে বেছে নেওয়া যাবে – ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, ম্যাট মার্বেল ব্লু মেটালিক এবং স্পোর্টস রেড। এগিয়ে চলার শক্তি জোগাতে এতে উপস্থিত ফোর-ভাল্ভ SOHC অ্যাডভান্সড কুলিং টেকনোলজির ২৯৩ সিসি ইঞ্জিন। এর সাথে সংযুক্ত একটি ৬-স্পিড গিয়ার বক্স। সুরক্ষা জনিত ফিচারের তালিকায় উপস্থিত ডুয়েল চ্যানেল এবিএস, অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ, গোল্ডেন ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং সামনে ও পেছনে যথাক্রমে ২৭৬ মিমি ও ২২০ মিমি ডিস্ক ব্রেক।

Honda CB300F একটি ফুল ডিজিটাল মিটার সহ এসেছে, যেখানে বিভিন্ন ছবি ও গুরুত্বপূর্ণ তথ্য ভেসে উঠবে। এছাড়া রয়েছে ফুল এলইডি হেডল্যাম্প, পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক, স্প্লিট সিট, কম্প্যাক্ট মাফলার এবং V-আকৃতির স্পোর্টি অ্যালয় হুইল। পেছনে আছে ১৫০ মিমি ৫-স্টেপ এডজাস্টেবল মোনোশক সাসপেনশন, যা রাস্তায় চলার সময় অধিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। ভেজা রাস্তায় পিছলে যাওয়া আটকাতে দেওয়া হয়েছে হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল (HSTC)।