দামের ওপর 7950 টাকা পর্যন্ত ছাড়! এখন আশ্চর্যজনক সস্তা অফারে মিলছে Realme C30

আপনি কি হালফিলে ব্যাকআপ হিসেবে, হঠাৎ প্রয়োজনে কিংবা কাউকে উপহার দেওয়ার জন্য একটি কমদামী (পড়ুন এন্ট্রি-লেভেল) স্মার্টফোন কেনার কথা ভাবছেন? আর এক্ষেত্রে আপনার পছন্দের তালিকায় রয়েছে Realme ব্র্যান্ড? তাহলে কিন্তু এটিই আপনার ফোন কেনার জন্য সেরা সময়! আসলে বর্তমানে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart, Realme C30 নামক হ্যান্ডসেটটির ওপর জব্বর অফার দিচ্ছে। এমনিতে এই স্মার্টফোনটি বলতে গেলে সবসময় ট্রেন্ডে থাকে, তবে এখন এটি কেনা অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে! কেন একথা বলছি? আসুন তাহলে Realme C30-তে উপলব্ধ অফারসমূহ এক নজরে দেখে নিই।

জলের দরে মিলছে এই Realme ফোন, অফার মিস করবেননা!

রিয়েলমি সি৩০ ফোনের ২ জিবি ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৮,৪৯৯ টাকা। তবে সম্ভবত ‘বিগ বাচত্ ধামাল’ (Big Bachat Dhamaal) সেলের কারণে ফ্লিপকার্ট এটির দামের ওপর ১৭% ছাড় দিচ্ছে, যার ফলে এটি ৫,৯৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে ফোনটিতে ব্যাঙ্ক অফার এবং ইএমআই অপশনও উপলব্ধ।

তবে সবচেয়ে কাজের হল রিয়েলমি সি৩০-তে উপলব্ধ এক্সচেঞ্জ অফার। এক্ষেত্রে পুরোনো হ্যান্ডসেটের বদলে এই ফোন কিনলে আপনারা ৫,৪৫০ টাকা পর্যন্ত ভ্যালু পাবেন। অর্থাৎ সম্পূর্ণ এক্সচেঞ্জ অফার কাজে লাগানো গেলে আপনাকে ফোন কেনার জন্য তেমন টাকা খরচা করতেই হবেনা, লাগবে মাত্র ৫৪৯ টাকা! প্রসঙ্গত উল্লেখ্য, এই রিয়েলমি ফোনের ৩ জিবি ও ৩২ জিবি স্টোরেজ সংস্করণটিতেও কার্যত একইরকম অফার পাওয়া যাবে।

Realme C30 ফোনের স্পেসিফিকেশন

বাজেট রেঞ্জে আসা রিয়েলমি সি৩০ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে। অন্যদিকে পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে আছে ৩ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে বিশাল ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। আবার ফটোগ্রাফির জন্য এটি ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অফার করবে। তবে মনে রাখবেন, এই রিয়েলমি স্মার্টফোনে কিন্তু ৫জি (5G)-র সুবিধা নেই।