স্ক্রিনগার্ড লাগানোর দিন শেষ, আল্ট্রা-বাউন্স অ্যান্টি-ড্রপ ডিসপ্লে নিয়ে আসছে Honor X9b

অনর অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে Honor X9b স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে৷ এটি আগামী ১৫ ফেব্রুয়ারি এদেশে আত্মপ্রকাশ করবে। কোম্পানির তরফে ফোনটির একাধিক টিজার ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে, যা অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। আর এখন, অ্যামাজন ইন্ডিয়াতে Honor X9b-এর ল্যান্ডিং পেজ লাইভ হয়েছে। এর পাশাপাশি, একটি অফিসিয়াল টিজার ডিসপ্লের বিশেষত্ব তুলে ধরেছে।

Honor X9b-এর নতুন টিজার ও Amazon ল্যান্ডিং পেজ

অ্যামাজনে অনর এক্স৯বি-এর ল্যান্ডিং পেজ লাইভ হয়েছে, যা এই ই-কমার্স প্ল্যাটফর্মে ফোনটির উপলব্ধতা নিশ্চিত করে। সেখানে অনর এক্স৯বি-এর কার্ভড ডিসপ্লে এবং স্লিম ডিজাইন দেখানো হয়েছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট এবং একটি দীর্ঘ ব্যাটারি লাইফকে হাইলাইট করে। এছাড়া অনর লেটেস্ট টিজারে দাবি করেছে যে, অনর এক্স৯বি স্থায়িত্ব এবং সহনশীলতার ক্ষেত্রে নতুন স্ট্যান্ডার্ড গড়ে তুলবে।

বলা হচ্ছে যে, অনর এক্স৯বি-এ আল্ট্রা বাউন্স ৩৬০ ডিগ্রি অ্যান্টি-ড্রপ রেজিস্ট্যান্স (Ultra Bounce 360° Anti-Drop Resistance) থাকবে, যা অত্যাধুনিক কুশনিং প্রযুক্তির জন্য সম্ভব হয়েছে। এই প্রযুক্তির কারণে হ্যান্ডসেটটি এসজিএস (SGS) থেকে ফাইভ স্টার ওভারঅল ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন পেয়েছে। এই আল্ট্রা বাউন্স অ্যান্টি-ড্রপ ডিসপ্লেটি শক অ্যাবসর্ভিং স্ট্রাকচার ব্যবহার করে আরও বেশি সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অনর দাবি করে যে, ১.৫ মিটার ওপর থেকে ফেলে দিলেও, ফোনটির ছয়টি পৃষ্ঠ এবং চারটি কোণই অনায়াসে তা সহ্য করতে পারবে।

জানিয়ে রাখি, নতুন Honor X9b-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.৫কে রেজোলিউশন সহ লম্বা ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে। মডেলটি কম ব্লু লাইটের সাথে পিডাব্লিউএম (PWM) ডিমিং প্রযুক্তি সাপোর্ট করবে, যা চোখের অস্বস্তি এবং ক্লান্তি কমাবে। Honor X9b-এর অন্যান্য উল্লেখযোগ্য ডিসপ্লে ফিচারগুলির মধ্যে রয়েছে চোখের সুরক্ষার ক্ষেত্রে ন্যাচারাল লাইট রিদমের জন্য ডায়নামিক ডিমিং এবং রাতে ব্যবহারের সময় ব্লু লাইট ফিল্টার করার জন্য সার্কাডিয়ান নাইট ডিসপ্লে।