বিশ্বের প্রথম ট্রু কালার ডিসপ্লের ফোন Motorola Edge 50 Pro এর দাম কত হবে, লঞ্চের আগেই ফাঁস

Motorola Edge 50 Pro এর 12 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হবে 44,999 টাকা। আর অফারে এটি 39,999 টাকায় কেনা যাবে।

Motorola আগামী 3 এপ্রিল ভারতে Motorola Edge 50 Pro লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডটি ইতিমধ্যেই এই ডিভাইসের একাধিক স্পেসিফিকেশন ও ফিচার সামনে এনেছে। জানা গেছে এটি বিশ্বের প্রথম ট্রু কালার ডিসপ্লে প্যানেল সহ আসবে। আজ আবার টিপস্টার পরেশ গুগলানি Motorola Edge 50 Pro ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের দাম ফাঁস করেছে।

Motorola Edge 50 Pro ফোনের দাম প্রকাশ্যে এল

পরেশ জানিয়েছেন যে, ভারতে মোটোরলা এজ 50 প্রো এর 12 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হবে 44,999 টাকা। আর অফারে এটি 39,999 টাকায় কেনা যাবে। ডিভাইসটি ল্যাভেন্ডার পার্পেল, পার্ল হোয়াইট এবং ব্ল্যাক একলিপস কালারে পাওয়া যাবে।

Motorola Edge 50 Pro এর স্পেসিফিকেশন

মোটোরলা এজ 50 প্রো ফোনে 6.7 ইঞ্চি 1.5K রেজোলিউশনের পিওলেড কার্ভড ডিসপ্লে থাকবে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট ও 2,000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর ব্যবহার করা হবে। এটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে। আর এতে একাধিক এআই ভিত্তিক ফিচার থাকবে।

ক্যামেরার কথা বললে, Motorola Edge 50 Pro ফোনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ এফ/১.৪ অ্যাপারচার যুক্ত রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এর প্রাইমারি রিয়ার ক্যামেরার রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল হবে। আবার এতে ৬এক্স জুম টেলিফটো লেন্স দেওয়া হবে।