প্যাসেঞ্জার গাড়ির পর বাণিজ্যিক গাড়িরও দাম বাড়িয়ে দিল Tata Motors, চিন্তায় ব্যবসায়ীরা

যাত্রীবাহী গাড়ির পর এবার বাণিজ্যিক যানবাহনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল টাটা মোটরস (Tata Motors)। আগামী ১লা জানুয়ারি থেকে নিজেদের সমস্ত যাত্রীবাহী গাড়ির জন্য বর্ধিত মূল্য কার্যকর হবে বলে জানিয়েছিল টাটা। সেই একই পথে এবার সামিল টাটার কমার্শিয়াল ভেহিকেল। সামনের জানুয়ারির থেকে সংস্থার সব ধরনের বাণিজ্যিক গাড়ির দাম ৩ শতাংশ পর্যন্ত বাড়বে বলেই ঘোষণা করা হয়েছে। এই অতিরিক্ত মূল্যবৃদ্ধির পিছনে সামগ্রিক উৎপাদন খরচকেই দায়ী করা হয়েছে।

ডিসেম্বরের শুরুতেই একই ভাবে টাটার সংস্থার ঝুলিতে থাকা বিভিন্ন যাত্রী গাড়ি কেনার খরচ জানুয়ারি থেকেই বাড়বে বলে জানানো হয়েছিল। দাম বাড়ানোর প্রধান কারণ হিসেবে উৎপাদন খরচ এবং কাঁচামালের জন্য অতিরিক্ত খরচকেই কাঠগড়ায় তুলেছে সংস্থা। নতুন প্রস্তাবিত ঘোষণা অনুযায়ী ট্রাক, বাস, ভ্যান, ছোট ট্রাক ইত্যাদির মত গাড়ি কেনার ক্ষেত্রে ব্যবসায়ীদের অতিরিক্ত খরচ হবে।

বর্তমানে বিভিন্ন রকমের ওজন গ্রহণ ক্ষমতা সম্পন্ন ট্রাক বানিয়ে থাকে টাটা। এগুলি সহ বিভিন্ন ক্যাটাগরির বাস ও ট্রাক সবক্ষেত্রেই প্রযোজ্য হবে নতুন দাম। দেশের অর্থনৈতিক মুদ্রাস্ফীতি এবং গাড়ি শিল্পে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালের মূল্য বিগত কয়েকদিনে মাত্রাতিরিক্ত ভাবেই বৃদ্ধি পেয়েছে। এই বর্ধিত মূল্য এর বোঝা লাগামহীন হয়ে পড়ার কারণে একপ্রকার বাধ্য হয়েই মূল্যবৃদ্ধির পথে হেঁটেছে দেশীয় এই গাড়ি নির্মাণকারী সংস্থা।

উল্লেখযোগ্যভাবে বিগত কয়েকদিনের মধ্যেই টাটা মোটরসের মত বিভিন্ন গাড়ি শিল্পে যুক্ত সংস্থা তাদের বিভিন্ন মডেলের জন্য বাড়তি টাকা খরচের খবর সামনে এনেছে। এদের মধ্যে যেমন রয়েছে মারুতি সুজুকি ও মাহিন্দ্রার মত দেশীয় সংস্থা। তেমনভাবেই হোন্ডা, এবং হুন্ডাই এর মত বিদেশি সংস্থাও রয়েছে তাতে। উপরন্তু প্রিমিয়াম গাড়ি নির্মাতা হিসেবে পরিচিত অডি (Audi) একইভাবে গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সব ক্ষেত্রেই নতুন মূল্য ২০২৪-এর জানুয়ারি থেকে প্রযোজ্য হবে।