Samsung Galaxy A52s 5G আসছে 8GB র‌্যাম সহ, Snapdragon 778G প্রসেসরের সাথে দেখা গেল Geekbench-এ

সদ্য ভারতে পা রেখেছে Samsung Galaxy A52 5G। এটি এখনও পর্যন্ত স্যামসাংয়ের সবচেয়ে সস্তা 5G ফোন হিসেবে লঞ্চ হয়েছে। তবে এই সিরিজের আরও একটি 5G ফোন শীঘ্রই ভারত সহ বিভিন্ন মার্কেটে লঞ্চের মুখ দেখবে, যার নাম Samsung Galaxy A52s 5G। SM-A528B/DS মডেল নম্বরের এই ফোনটি কয়েক সপ্তাহ আগে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন লাভ করেছিল। এখন Samsung Galaxy A52s 5G ফোনটিকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, Geekbench-এ দেখা গেল।

Samsung Galaxy A52s 5G এর Geekbench লিস্টিং

Samsung Galaxy A52s 5G spotted on geekbench

গিকবেঞ্চেও স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোনকে A528B/DS মডেল নম্বর সহ খুঁজে পাওয়া গেছে। জানা গেছে এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। আবার গ্রাফিক্সের জন্য রয়েছে এড্রেনো ৬৪২এল জিপিইউ। প্রসঙ্গত স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৫জি স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর সহ এসেছে।

গিকবেঞ্চে Samsung Galaxy A52s 5G কে ৮ জিবি র‌্যাম সহ দেখা গেছে। যদিও আমরা আশা করছি এর ৪ জিবি ও ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টও থাকবে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে।

Samsung Galaxy A52s 5G গিকবেঞ্চে সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৭৭০ এবং ২৮০৪ স্কোর করেছে।

এছাড়া আপাতত এই ফোন সম্পর্কে অন্যান্য তথ্য সামনে আসেনি। তবে আশা করা যায় শীঘ্রই Samsung Galaxy A52s 5G কে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাবে এবং সেখান থেকে এর স্পেসিফিকেশন জানা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন