Xiaomi 14 সিরিজ লঞ্চের পরই Mi 10T, Mi 10T Pro ও Poco X3 ফোন ব্যবহারকারীদের জন্য খারাপ খবর

Poco X3 একটি হাই বাজেট রেঞ্জের ফোন। অন্যদিকে Mi 10T ও Mi 10T Pro মডেল দুটি হল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর চালিত সস্তা ফ্ল্যাগশিপ ফোন

Xiaomi সম্প্রতি চীনে Xiaomi 14 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজ দীর্ঘদিন আপডেট পাবে বলে জানানো হয়েছে। এটি ছাড়াও Xiaomi 13T সিরিজ ৪টি অ্যান্ড্রয়েড ও ৫ বছরের সিকিউরিটি আপডেট পাবে নিশ্চিত করা হয়েছে। তবে কিছু ফোনের জন্য সফটওয়্যার সাপোর্ট বন্ধও করেছে Xiaomi।

সংস্থার ইওএল (এন্ড অফ লাইফ) পেজে নতুন তিনটি মডেলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। টিপস্টার Kacper Skrzypek এই নতুন তিনটি মডেলকে খুঁজে পেয়েছে। এই ফোনগুলি হল – Mi 10T, Mi 10T Pro, Poco X3।

এই তিনটি ডিভাইস ২০২০ সালে লঞ্চ হয়েছিল। আর তিনবছর পর এদের সফটওয়্যার সাপোর্ট বন্ধ করা হল। অর্থাৎ এবার থেকে আর কোনো আপডেট আসবে না। ফোনগুলি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম স্কিন সহ এসেছিল। আর এখন এগুলি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিনে চলে।

এদের মধ্যে Poco X3 একটি হাই বাজেট রেঞ্জের ফোন। অন্যদিকে Mi 10T ও Mi 10T Pro মডেল দুটি হল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর চালিত সস্তা ফ্ল্যাগশিপ ফোন। তিনটি ডিভাইসই বাজারে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল।