ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুখবর, এল পোস্ট লেআউট ও ট্যাবড নিউজফিড ফিচার

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির নাম Facebook। ২০০৪ সাল থেকে ফেসবুকের ব্যবহার শুরু হয়। এই মুহূর্তে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির ২.৫ বিলিয়নেরও বেশি সক্রিয় ইউজার রয়েছে। বর্তমানে এই মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানিটি Instagram, WhatsApp -এর মত অন্য সোশ্যাল নেটওয়ার্কগুলিকেও পরিচালনা করে। এদিকে, লঞ্চের পর থেকেই বিভিন্ন রকম পরিবর্তন এসেছে ফেসবুকের নিজস্ব feed-এ। নিত্য-নতুন ফিচার এনে feed-টি আরো আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে ফেসবুক। সেরকমই সম্প্রতি ফেসবুক তাদের ফিডের জন্য নতুন আপডেট আনলো। এই আপডেটে পোস্ট লেআউট ও ট্যাব নিউজফিড ফিচার যুক্ত করা হয়েছে। এই ফিচারগুলি আপাতত ফেসবুকের মূল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনেই উপলব্ধ।

পোস্ট লেআউট

এই ফিচারটির সাহায্যে, ইউজাররা একটির বেশি ছবি পোস্ট করার সময় ছবিগুলির প্রদর্শনের জন্য বিশেষ লেআউট বেছে নিতে পারবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে পোস্ট করার সময় একটির বেশি ছবি সিলেক্ট করলেই স্ক্রিনে ‘Choose a layout’ নামের একটি অপশন প্রদর্শিত হবে। ইউজাররা সেখানে Classic, Columns, Banner এবং Frame – চারটি লেআউট ব্যবহার করার বিকল্প পাবেন।

ট্যাবড নিউজফিড

এই ফিচারটি মাত্র দিন তিনেক আগে রোলআউট করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ফেসবুক অ্যাপের ২৯২.০.০৬০.১২৩ ভার্সনে নিউজফিড পোস্টের দৃশ্যমানতার ভিত্তিতে কয়েকটি বিকল্প দেওয়া হয়েছে। এখন থেকে ইউজাররা নিউজফিড স্ক্রল করার সময় হোম এবং অন্যান্য বাটনগুলির নীচে Home, Favorites এবং Recent নামের তিনটি অপশন দেখতে পাবেন। Home অপশনটি ডিফল্ট নিউজফিড হিসেবে আগের মতই বিভিন্ন পোস্ট প্রদর্শন করবে। Recent অপশনে ক্লিক করলে ইউজাররা তাদের ফলোয়িং পেজ, গ্রুপ বা বন্ধুদের সদ্য পোস্টের আপডেট পাবেন। Favorites অপশনটি আসলে ‘See first’ অপশনের পরিবর্তিত রূপ। এতে ‘See first’ বা ‘Favorites’ হিসেবে সেট করে রাখা পোস্টগুলি আলাদাভাবে দেখতে পাবেন।

এছাড়া, এই নতুন ট্যাবড নিউজফিডে Home-Favorites-Recent বাটনের পাশে একটি ফিল্টার আইকন দেখতে পাবেন, সেখান থেকে আপনি আপনার পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করতে বা শর্ট করতে পারবেন।

যারা ফেসবুক অ্যাপের লেটেস্ট ভার্সনটি ব্যবহার করছেন তারা হয়তো ইতিমধ্যেই এই ফিচারগুলি খেয়াল করেছেন। কিন্তু, যারা এখনো এই অপশনগুলি ব্যবহার করতে পারছেননা, তারা এখনই প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপটি আপডেট করুন, অথবা আপডেটের জন্য অপেক্ষা করুন।