পুরো 3000 টাকা ছাড় Motorola-র এই ফোনে, পাবেন 108MP ক্যামেরা, বিশাল ব্যাটারি: অফার কাল অবধি

আপনি কি এখন কম দামে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? আর আপনার চাহিদা আছে ভালো ক্যামেরা ও ব্যাটারি ব্যাকআপওয়ালা কোনো ফোনের? তাহলে Motorola G60 আপনার জন্য সঠিক বিকল্প হতে পারে। এই স্মার্টফোনটিতে 108MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি ও আরও অনেক কাজের ফিচার আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হল যে, এখন ফোনটি চলমান Flipkart Big Upgrade Days Sale-এ অনেকটাই ডিসকাউন্টে কেনার সুযোগ মিলছে – আপনি এটি ১৫ হাজার টাকা বা তারও কিছুটা কমে পেয়ে যেতে পারেন। এই অফার থাকবে আগামীকাল অবধি, তাই আসুন এখন Motorola G60-র বর্তমান দাম এবং মূল ফিচারসমূহ এক নজরে দেখে নিই।

অসময়ে ৩ হাজার টাকা ছাড়ে মিলছে Motorola G60 ফোন

মোটোরোলা জি৬০ স্মার্টফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ২১,৯৯৯ টাকা, তবে এটি সাধারণত ফ্লিপকার্টে ১৭,৯৯৯ বিক্রি হয়। আবার এখন ‘বিগ আপগ্রেড ডেজ’ সেলে ফোনটি আরও ৩,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আপনি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে দামের ওপর অতিরিক্ত ৫% ছাড় পাবেন। তবে এতে কোনো এক্সচেঞ্জ অফার নেই।

Motorola G60-এর স্পেসিফিকেশন

মোটোরোলা জি৬০ ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৮ ইঞ্চি ম্যাক্স ভিশন (রেজোলিউশন ১০৮০×২৪৬০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর, যার সাথে মিলবে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে।

এছাড়াও ফটোগ্রাফিক ফিচারের কথা বললে এই মোটো ফোনটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সরযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। সাথে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য থাকবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উল্লেখ্য, এটি বিশেষ ওয়াটার রেপিলেন্ট ডিজাইনের সাথে আসে এবং এটির চারটি কালার ভ্যারিয়েন্ট (ডায়নামিক গ্রে, ফ্রস্টেড শ্যাম্পেইন, মুনলেস ও সফ্ট সিলভার) উপলব্ধ।