Redmi Note 12 সিরিজের নয়া চমক, চতুর্থ ডিভাইস হিসেবে আসছে Redmi Note 12 Pro Extreme Edition

শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি চলতি বছরে তাদের Note 11 সিরিজের অধীনে বহু ডিভাইস বিশ্বের বিভিন্ন দেশের বাজারে লঞ্চ করেছে। বর্তমানে ব্র্যান্ডটি পরবর্তী প্রজন্মের Redmi Note 12 লাইনআপের ডিভাইসগুলি লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। সম্প্রতি, তিনটি রেডমি ফোন চীনের 3C (CCC) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। অনুমান করা হচ্ছে যে, 22101316UCP, 22101316UCP এবং 22101316C মডেল নম্বর যুক্ত এই রেডমি ফোনগুলি Redmi Note 12 সিরিজের অন্তর্গত। এই নয়া সিরিজটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে খুব বেশি সময় লাগবে না বলেই মনে করা হচ্ছে, কারণ Note 12 লাইনআপের তিনটি মডেলই এখন চীনের জনপ্রিয় অনলাইন শপিং পোর্টাল জিংডং (JD.com)-এ তালিকাভুক্ত হয়েছে। চলুন এই তালিকা থেকে আপকামিং ডিভাইসগুলি সম্পর্কে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।

Redmi Note 12 সিরিজের স্মার্টফোনগুলিকে দেখা গেল Jingdong-এর ডেটাবেসে

জনপ্রিয় চীনা অনলাইন রিটেইল প্ল্যাটফর্ম জিংডং (JD.com)-এর ডেটাবেসে দেখা মিলেছে নতুন রেডমি নোট ১২ সিরিজের ডিভাইসগুলির। সাইটের তালিকাটি প্রকাশ করেছে যে, এই লাইনআপে স্ট্যান্ডার্ড নোট ১২ ৫জি, নোট ১২ প্রো ৫জি এবং নোট ১২ প্রো প্লাস ৫জি মডেল তিনটি অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া, রেডমি নোট ১২ প্রো এক্সট্রিম এডিশন (বা রেডমি নোট ১২ প্রো আল্ট্রা) নামে আরেকটি মডেলের জন্যও একটি তালিকা রয়েছে। সুতরাং, দেখা যাচ্ছে যে এই লাইনআপে একটি চতুর্থ মডেলও থাকতে পারে।

প্রসঙ্গত, সাম্প্রতিক কিছু রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, রেডমি নোট ১২, নোট ১২ প্রো এবং নোট ১২ প্রো প্লাস মডেলগুলি যথাক্রমে ৬৭ ওয়াট, ১২০ ওয়াট এবং ২১০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এছাড়াও শোনা যাচ্ছে যে, নোট ১২ প্রো এবং নোট ১২ প্রো প্লাস হ্যান্ডসেট দুটি চলতি মাসের শুরুতেই লঞ্চ হওয়া মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত হবে। তবে, নোট ১২ প্রো এক্সট্রিম এডিশন মডেলটি সত্যিই বিদ্যমান কিনা তা জানার জন্য, এখনও পরবর্তী রিপোর্টগুলির জন্য অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, পূর্বের একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Redmi Note 12 সিরিজের সবকটি মডেলই অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে। এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। আবার কিছু অসমর্থিত সূত্র মারফৎ জানা গেছে যে, Note 12 Pro এবং Note 12 Pro+-কে বিশ্ব বাজারে Xiaomi 12i সিরিজের ফোন হিসেবে রিব্র্যান্ড করা হতে পারে।