Dembell Land Superyacht: অন্দরমহল পাঁচতারা হোটেলের মতো, চোখ ধাঁধিয়ে দেবে এই গাড়ি

গাড়ির মধ্যে কতটা বিলাসিতায় যাত্রীরা থাকতে পারে, ধারণা আছে? ভাবুন, পাঁচতারা হোটেলের সাথে তুলনা করা যায় এমন অন্দরমহল রয়েছে এই গাড়িতে। আর যাত্রীস্বাচ্ছন্দ্য তো তুলনাহীন। এ এমনই এক বিলাবসহুল গাড়ি, যার ভিতরে ঢুকলে চোখ ধাঁধিয়ে যাবে। মার্সেডিজ-বেঞ্জ (Mercedis-Benz)-এর অ্যাকট্রস (Actros) হেভি ডিউটি ট্রাককে বেস হিসেবে ব্যবহার করে মোটরহোম প্রকৃতির গাড়ি এনে সাড়া ফেলল জার্মান সংস্থা ডেম্বেল (Dembell)। দেখতে অনেকটি বাসের মতো কিন্তু অন্দরমহল ঠিক যেন পাঁচতারা হোটেল।

Dembell Land Superyacht

ডেম্বেলের দাবি, এটি বিশ্বের প্রথম ল্যান্ড সুপারইয়ট। এমনভাবে বানানো হয়েছে যাতে এর ভিতরে জায়গা করে নিতে পারে আরও গাড়ি। তিন ধরণের রোলিং গ্যারাজ রয়েছে এই গাড়িতে। প্রথমটিকে বলা হচ্ছে সাইড প্যাকেজ রুম, যেখানে রাখা যাবে বাইকসাইকেল এবং মোটোরবাইক। দ্বিতীয়টিকে বলা হচ্ছে, স্মল গ্যারাজ, যেখানে হ্যাচব্যাক প্রকৃতির গাড়ি ঢুকে যাবে অনায়াসে। আর তৃতীয়টি সবচেয়ে বড়, নাম লার্জ গ্যারাজ। এর মধ্যে ৪-৪.৫ মিটার দৈর্ঘ্যের গাড়ি খুব সহজেই ঢুকে যেতে পারবে।

ডেম্বেলের ল্যান্ড সুপারইয়টের ভিতরে শোওয়ার জন্য রয়েছে বিশাল বিছানা। আধুনিক কিচেনের ব্যবস্থা রয়েছে। বাসনমাজার মেশিন, মাইক্রোওয়েভ, রেফ্রিজারেটর কী নেই সেখানে! বাথরুমের মধ্যে সেরামিক টয়লেট, কাঁচের দরজাযুক্ত শাওয়ার রয়েছে। বাড়িতে থাকাকালীন যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন পড়ে, সে সবের বন্দোবস্ত করা আছে এই গাড়িতে। এখানে থাকা অভ্যাস হয়ে গেলে আর বাড়ি ফেরার কথা মনেও হবে না আপনার!

Dembell Land Superyacht world first car

গাড়ির জিনিসপত্র চলবে সৌরশক্তিতে। গাড়ির ছাদে বসানো হয়েছে সোলার প্যানেল। সেখানে এক হাজার লিটার ধারণক্ষমতার জলের ট্যাঙ্কও রয়েছে। গাড়ির ড্রয়িংরুমে লেদারের সোফা, টেবিল, বড় টিভি রয়েছে। বাসের মতোই এই গাড়ির দেওয়াল জুড়ে কাচের জানলা রয়েছে। জানলা দিয়ে আপনি বাইরের দৃশ্য দেখতে পারবেন। কিন্তু বাইরে থেকে গাড়ির ভিতরে কি হচ্ছে, তা কেউ দেখতে পাবে না। এককথায়, প্রাইভেসির দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।

ডেম্বেল তাদের ল্যান্ড সুপাইয়টকে ডুসেলডর্ফ ক্যারাভান শো-তে প্রকাশ্যে আনবে। আগামীকাল শুরু হবে সেই শো। দামের বিষয়টি তখন জানা যাবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন