Poco F5 Pro: এই ফিচার দিয়ে প্রথমবার ফোন লঞ্চ করবে পোকো, সেটা কী? এক ক্লিকে জানুন

পোকো চলতি মাসেই তাদের বহু প্রতীক্ষিত Poco F5 সিরিজের ‘ফ্ল্যাগশিপ কিলার’ লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই লাইনআপে Poco F5 এবং Poco F5 Pro নামে দু’টি মডেল আসতে চলেছে। ইতিমধ্যেই এই ফোনগুলিলিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। শোনা যাচ্ছে যে, সবার প্রথমে স্ট্যান্ডার্ড Poco F5 আগামী ৬ এপ্রিল ভারতে লঞ্চ হবে। আবার, নানা রিপোর্টে দাবি করা হয়েছে যে, Poco F5 সিরিজের এই বেস মডেল সদ্য মুক্তিপ্রাপ্ত Redmi Note 12 Turbo মডেলের রিব্র্যান্ডেড ভার্সন হবে। অন্যদিকে, Pro ভ্যারিয়েন্টটি চীনে লঞ্চ হওয়া Redmi K60 ফোনের রিব্যাজড সংস্করণ হিসাবে আসবে।এখন একটি সূত্রের মাধ্যমে আসন্ন Poco F5 Pro-এর একটি আসল ছবি সামনে এসেছে, যা থেকে ফোনটির পিছনের নকশা সম্পর্কে জানা গিয়েছে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Poco F5 Pro এর রিয়েল-লাইফ ইমেজ প্রকাশ্যে

এক টুইটার ব্যবহারকারী তার সাম্প্রতিক পোস্টে একটি অভ্যন্তরীণ এফসিসি (FCC) তালিকার নথি শেয়ার করেছেন, যা পোকো এফ৫ প্রো-এর সাদা রঙের বিকল্পটির রিয়ার ডিজাইনটি প্রকাশ করেছে। সেখানে দেখতে পাওয়া ফোনটির এই রিয়েল-লাইফ চিত্রটি স্পষ্টভাবে গত জানুয়ারিতে চীনে লঞ্চ হওয়া রেডমি কে৬০-এর সাথে অনেক সাদৃশ্য বহন করে।

Poco F5 Pro Appears FCC Certification

ফোনের পিছনের বাঁদিকে ট্রিপল ক্যামেরা ইউনিট সমন্বিত একটি বড় আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ড অবস্থান করছে। এতে কে৬০-এর মতো একই আয়তন, গ্লসি ব্যাক প্যানেল দেখা গেছে। তবে এর বাঁদিকে পোকো ব্র্যান্ডিংটি রয়েছে, যা নির্দেশ করে যে পোকো এফ৫ প্রো বিশ্ব বাজারে রিব্র্যান্ডেড রেডমি কে৬০ হিসাবে উপস্থিত হবে।

এছাড়াও, জানা গেছে যে পোকো এফ৫ প্রো হবে পোকোর প্রথম স্মার্টফোন যা ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি অফার করবে। এতে মিলবে বিশাল ৫,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং ৩০ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ডিভাইসটি কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে।

ডিসপ্লের ক্ষেত্রে, Poco F5 Pro-এ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে,যা ১,৪০০ নিট পিক ব্রাইটনেস, ৬৮.৭ বিলিয়ন কালার, ডিসিআই পি৩ কালার গ্যামট এবং ১,৯২০ হার্টজ পিডাব্লিউএম হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং সাপোর্ট করবে। ফোনটিতে একটি আন্ডার-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।

ফটোগ্রাফির জন্য, Poco F5 Pro-এর ক্যামেরা সেটআপে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের পাশাপাশি গত বছরের Poco F4-এর মতো অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একই ওমনিভিশন ওভি৬৪ভি প্রাইমারি সেন্সর থাকবে৷ উল্লেখ্য, Poco F5 Pro-এর সাথে স্ট্যান্ডার্ড Poco F5 (রিব্র্যান্ডেড Redmi Note 12 Turbo)-ও এপ্রিল মাসে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।