গাড়ি সাজিয়ে বাড়ির সামনে হাজির হবে পুরো শোরুম, গ্রাহক টানতে অভিনব উদ্যোগ Renault এর

গাড়ির বিক্রি বাড়াতে অভিনব উদ্যোগ নিল রেনো ইন্ডিয়া (Renault India)। ক্রেতাদের কাছে পৌঁছতে এবারে ‘ভ্রাম্যমান শোরুম’ চালু করল তারা। গাড়ির বিক্রি এবং বিক্রয় পরবর্তী পরিষেবার বিভিন্ন সুবিধা গ্রাহকের দোরগোড়ায় এনে দিতেই এমন পদক্ষেপ সংস্থার। ‘শোরুম অন হুইলস’ ও ‘ওয়ার্কশপ অন হুইলস’ নামে দুই নতুন উদ্যোগ চালু করেছে তারা। দেশের ২৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৬২৫টি জায়গা থেকে এই পরিষেবা প্রদান করা হবে।

Renault India চালু করল ‘ভ্রাম্যমান শোরুম’

‘শোরুম অন হুইলস’ ক্রেতাদের বাড়ির দোড়গোড়ায় নির্ঝঞ্ঝাটে সরাসরি গাড়ি কেনার অভিজ্ঞতা প্রদান করবে। ভারতের গাড়ি শিল্পে এহেন ব্যবস্থা এই প্রথম। এখান থেকে সংস্থার লাইনআপে থাকা সমস্ত মডেল সম্পর্কে ক্রেতাদের অবগত করা হবে। গাড়ি বিক্রির দায়িত্বে থাকা সংস্থার কর্মীরা এক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবেন। এমনকি শোরুম অন হুইলস থেকে টেস্ট-ড্রাইভ, অন-স্পট বুকিং এবং ফাইন্যান্সিংয়ের সুবিধা পাবেন ক্রেতারা।

সংস্থার এই ভ্রাম্যমান শোরুমে পোর্টফোলিও-র সমস্ত গাড়ির ডিসপ্লে করা থাকবে। ফলে ক্রেতাদের পক্ষে গাড়ি পছন্দ করা অনেকটাই সহজ হবে। আবার নতুন প্রজন্মের প্রযুক্তি, সুরক্ষাজনিত ফিচার্স ও নয়া উদ্ভাবনী সম্পর্কে অবগত করা হবে। পছন্দের মডেলটি টেস্ট-ড্রাইভ করেও দেখে নেওয়া যাবে। অন্যদিকে ‘ওয়ার্কশপ অন হুইলস’-এর মাধ্যমে গাড়ি কেনার পরবর্তী পরিষেবা প্রদান করা হবে। বাড়ির দোড়গোড়ায় রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিং করিয়ে নেওয়া যাবে।

প্রসঙ্গত, বর্তমানে এদেশে রেনোর ৫৩০-টির বেশি টাচ-পয়েন্ট রয়েছে। রেনো ইন্ডিয়ার সহ সভাপতি সুধির মালহোত্রা বলেন, “আমরা দেশের সমস্ত গ্রাহকের শোরুম অব্ধি পৌঁছানোর বাধা দূর করতে চাই। যে কারণে এদেশের মানুষের সাথে যোগাযোগ বাড়াচ্ছি আমরা।” বর্তমানে রেনো এদেশে তিনটি গাড়ি বিক্রি করে – Kiger, Triber ও Kwid। ২০২৫-এর মধ্যে তিনটি নতুন মডেল লঞ্চের পরিকল্পনা করছে সংস্থা। যার মধ্যে দুটি আইসিই এবং একটি ইলেকট্রিক মডেল। আগামী তিন বছরের সংস্থার পোর্টফোলিও-তে ছয়টি মডেল দেখা যাবে।