Xiaomi 12 Ultra: ফোনের স্ক্রিনের ভিতরে এই প্রথম আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেবে শাওমি

গত মার্চে Xiaomi-র Mi 11 Ultra তুলনাহীন ক্যামেরার সাথে আত্মপ্রকাশ করেছিল। তবে শুধুমাত্র দুর্ধর্ষ ক্যামেরা নয়, পারফরম্যান্স, ডিসপ্লে-সহ সমস্ত দিক থেকেই সমীহ আদায় করে নিয়েছিল Mi 11 Ultra। যে কারণে এখন থেকেই এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটের আপগ্রেড ভার্সন নিয়ে স্মার্টফোনপ্রেমীরা আগ্রহ দেখাতে শুরু করেছেন। Mi 11 Ultra-র সাক্সেসর বা উত্তরসূরি Xiaomi 12 Ultra-র পিছনের ক্যামেরা সেটআপ সম্বন্ধীয় তথ্য সম্প্রতি সামনে এসেছিল। এখন আরেকজন টিপস্টার ওই ক্যামেরাগুলির মধ্যে একটির ব্যাপারে আরও কিছু তথ্য প্রকাশ করেছে। একইসঙ্গে সে জানিয়েছে, Xiaomi 12 Ultra-য় কোন ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার হবে।

Xiaomi 12 Ultra ক্যামেরা

চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-য় Panda is Bald নামে পরিচিত এক টিপস্টারের মতে, শাওমি ১২ আল্ট্রা বড় জুম ক্যামেরার সাথে আসবে। ৫এক্স অপটিক্যাল জুম সমন্বিত ১/১.৫” পেরিস্কোপ ক্যামেরা থাকবে এতে৷ উল্লেখ্য, এমআই ১১ আল্ট্রা-য় ৪৮ মেগাপিক্সেল ৫এক্স পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হয়েছিল, যার আয়তন ছিল ১/২.০”।

আবার মাঝে শোনা গিয়েছিল, শাওমি ১২ আল্ট্রা-র জন্য ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করা হতে পারে। যদিও সেটা সঠিক তথ্য নয় বলে পরে জানা যায়। শাওমি ১২ আল্ট্রা ৫০ মেগাপিক্সেলের তিনটি রিয়ার ক্যামেরার সাথেই আসবে বলে খবর। সেগুলির মধ্যে একটি ৫এক্স পেরিস্কোপ লেন্স হলে বাকি দু’টি ওয়াইড-অ্যাঙ্গেল এবং আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স হওয়া উচিত।

Xiaomi 12 Ultra ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

ওই টিপস্টার আরও জানিয়েছে, শাওমি ১২ আল্ট্রা ইন-স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসতে পারে। তথ্যটি সত্যি হলে শাওমির এই প্রথম তাদের স্মার্টফোনে সংশ্লিষ্ট প্রযুক্তির প্রয়োগ করবে। কারণ, এর আগে শাওমি শুধুমাত্র অপটিক্যাল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। ঘটনাচক্রে ২০১৬ সালে সংস্থার এমআই ৫এস (Mi 5S) মডেলের ফোনেও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল। কিন্তু, সেটি স্ক্রিনের ভিতরে অবস্থিত ছিল না।