৪৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ে কিনুন iPhone 11 থেকে iPhone 12, দেখে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট

প্রাইম সদস্যদের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে (Amazon) চলছে বিশেষ প্রাইম ডে সেল (Prime Day Sale)। গতকাল থেকে শুরু হওয়া এই সেল ক্রেতাদের সামনে অজস্র আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে। বিশেষত স্মার্টফোন কেনার ক্ষেত্রে এই সেল অ্যামাজনের বহু প্রাইম সদস্যের কাছে অত্যন্ত লাভজনক হতে পারে। অ্যান্ড্রয়েড থেকে আইওএস (iOS) – স্মার্টফোনের প্রায় প্রতিটি বিকল্প অ্যামাজনের ছাড়ের তালিকায় রয়েছে। অ্যান্ড্রয়েড ডিভাইস সংক্রান্ত বিভিন্ন অফার সম্পর্কে আমরা এর আগেই আলোকপাত করেছি। আজ প্রাইম ডে সেলের শেষ দিনে আইফোনের বিভিন্ন সংস্করণের উপরে অ্যামাজনের (Amazon) নজরকাড়া অফারগুলি দেখে নেওয়া যাক।

Amazon Prime Day Sale থেকে সস্তায় কিনুন এই iPhone-গুলি

iPhone XR – অ্যামাজনে(Amazon) ডিভাইসটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। দুটি ভ্যারিয়েন্টের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়। প্রথম, অর্থাৎ ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনলে ক্রেতা পুরো ৯,৯০১ টাকার ছাড় পেয়ে যাবেন। ফলে এর দাম পড়বে মাত্র ৩৭,৯৯৯ টাকা। অপরপক্ষে ফোনের ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি সমপরিমাণ ছাড় সহ ৪২,৯৯৯ টাকার বিনিময়ে কেনা যাবে। এই সংস্করণটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্টেন্স সহ এসেছে।

iPhone 11 (64 GB) – প্রাইম ডে সেল উপলক্ষ্যে উল্লিখিত ডিভাইসটির দাম পড়বে ৪৭,৯৯৯ টাকা। অথচ এর বাজারমূল্য ৫৪,৯০০ টাকা। ফলে ক্রেতারা এখানেও ৬,৯০১ টাকার ছাড় পেয়ে যাচ্ছেন।

iPhone 11 (128 GB) – বাজারে ৫৯,৯০০ টাকায় উপলব্ধ এই ফোন, ৫,৯০১ টাকা ছাড় সহ ৫৩,৯৯৯ টাকার বিনিময়ে কেনা যাবে। এতে A13 বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে।

iPhone 11 Pro – অ্যামাজনে এই ফোনের ৬৪ ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে যথাক্রমে ৮৯,৯৯৯ ও ৯৪,৯০০ টাকা। উভয়ক্ষেত্রে ক্রেতারা ক্রমানুযায়ী ১৬,৭০১ ও ৪৫,৪০০ টাকার ছাড় পাবেন!

iPhone 12 (128 GB) – সেল চলাকালীন ১১,৯০১ টাকার বিরাট ছাড় সহ ফোনটি ৭২,৯৯৯ টাকার বিনিময়ে কেনা যাবে। এটি ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে সহ এসেছে।

iPhone 12 Pro – উক্ত ডিভাইসটি মূলত তিন ধরনের যথা, ১২৮, ২৫৬ ও ৫১২ জিবি স্টোরেজ বিকল্পে উপলব্ধ। সেল উপলক্ষ্যে প্রতিটি স্টোরেজেই উপরেই অন্তত ১৪,০০০ টাকার ছাড় মিলবে।

iPhone 12 Pro Max – প্রাইম ডে সেলকে সামনে রেখে এই ডিভাইসের ১২৮ জিবি স্টোরেজ বিকল্পের দাম রাখা হয়েছে ১,১৫,৯০০ টাকা। যা বাজারমূল্যের তুলনায় ১৪,০০০ টাকা কম। অন্যদিকে ডিভাইসের ২৫৬ ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টদুটির দাম পড়বে যথাক্রমে ১,২৫,৯০০ ও ১,৪৫,৯০০ টাকা। ওই ক্ষেত্রে ক্রেতা পুরো ১৪,০০০ টাকার ছাড় পাচ্ছেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন