Maruti Suzuki নাকি Renault নাকি Datsun: সবচেয়ে কম দামের গাড়িতে কে এগিয়ে

দেশে লকডাউন অনেকটা শিথিল হলেও করোনার প্রকোপ এখনো সম্পূর্ণ কাটেনি। মহামারি থেকে নিজেকে সুরক্ষিত রাখার একমাত্র পথ হল সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলা। যার ফলে চাহিদা বেড়ে গেছে অল্প দামের ছোটো গাড়ির। আর সেই চাহিদা মেটানোর উদ্দেশ্যে নতুন নতুন পরীক্ষায় লিপ্ত হচ্ছে কোম্পানিরা। এবার অন্যতম অটোমোবাইল কোম্পানি ড্যাটসান সম্প্রতি ভারতীয় মার্কেটে নিজেদের সবচেয়ে সস্তা গাড়ি 2020 Datsun Redi Go Facelift লঞ্চ করে দিয়েছে। এই গাড়িটি Maruti Suzuki Alto, Renault Kwid এর মত সস্তা গাড়ির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদি আপনিও অল্প দামে একটি গাড়ি কেনার কথা ভাবছেন তবে এই প্রতিবেদনটি আপনার সম্পূর্ণ পড়া উচিৎ। এই প্রতিবেদনে আমরা উপরিউক্ত গাড়ি গুলির পাওয়ার, মাইলেজ এবং দাম সম্পর্কে আলোচনা করবো।

পাওয়ার :

Maruti Suzuki Alto, Renault Kwid এবং Datsun Redi-Go এর মতো এন্ট্রি লেভেল গাড়ির মধ্যে Maruti Alto তে ৭৯৬ সিসি এর তিন সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন ৬০০০ আরপিএমে ৪৭.৩ এইচপি পাওয়ার এবং ৩৫০০ আরপিএমে ৬৯ এনএম টর্ক জেনারেট করে। সেখানেই Renault Kwid এ ৭৯৯ সিসি এর ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন ৫৬৭৮ আরপিএমের ওপর ৫৪ এইচপি এর পাওয়ার ও ৪৩৮৬ আরপিএমের ওপর ৭২ এনএম এর টর্ক জেনারেট করতে সক্ষম।

অন্যদিকে গ্রাহক Dutson Redi Go Facelift গাড়িটি দুটি ইঞ্জিন ভ্যারিয়েন্টে কিনতে পারবেন, যথা-০.৮ লিটার বিএস৬ এবং ১ লিটার বিএস৬ পেট্রল ইঞ্জিন ভ্যারিয়েন্ট। ০.৮ লিটার BS6 ইঞ্জিনে ৫,৬০০ আরপিএমে ৫৪ বিএইচপি পাওয়ার এবং ৪২৫০ আরপিএমে ৭২ এনএম টর্ক জেনারেট করে। সেখানেই ১ লিটার পেট্রোল ইঞ্জিনের ভ্যারিয়েন্ট টি ৫৫৫০ আরপিএমে ৬৭ বিএইচপি পাওয়ার এবং ৪২৫০ আরপিএমে ৯১ এনএমের টর্ক জেনারেট করতে সক্ষম।

মাইলেজ :

এন্ট্রি লেভেলের গাড়ির যে ফিচারটি গ্রাহকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে তা হল গাড়ি গুলির মাইলেজ। Maruti Suzuki Alto গাড়িটি গ্রাহকদের ২২.০৫ কিমি/ লিটার মাইলেজ দেয়। সেখানেই Datson Redi-Go এর ০.৮ লিটার ইঞ্জিন ভ্যারিয়েন্ট টি ২০.৭১ কিমি/ লিটার এবং ১ লিটার ইঞ্জিন ভ্যারিয়েন্ট টি ২১.৭ কিমি/লিটার মাইলেজ দিতে সক্ষম। অন্যদিকে Renault Kwid ২২.৭ কিমি/লিটার মাইলেজ প্রদান করে।

দাম :

Maruti Suzuki Alto এর এক্স শোরুম দাম ২ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা দিয়ে শুরু। সেখানেই Renault Kwid এর এক্স শোরুম প্রাইজ ২.৯২ লাখ টাকা। অন্যদিকে Datsun Redi-Go Facelift 2020 এর দাম ২ লাখ ৮৩ হাজার টাকা রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *