Android স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য হাই-অ্যালার্ট জারি করল সরকার! এমন কাজের কারণ কী?

ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অর্থাৎ Cert-In (সিইআরটি-ইন), এবার দেশের অ্যান্ড্রয়েড মোবাইল ইউজারদের জন্য একটি নতুন সতর্কতা জারি করেছে। মূলত অ্যান্ড্রয়েড ভার্সন ১০, ১১ এবং ১২ দ্বারা চালিত ফোনগুলির জন্য এই নতুন সিকিউরিটি ওয়ার্নিং আনা হয়েছে। Cert-In এর তরফে জারি করা অ্যাডভাইজরি অনুযায়ী, সম্প্রতি একাধিক ওএস (OS) অর্থাৎ অপারেটিং সিস্টেমে নিরাপত্তাজনিত ত্রুটির অস্তিত্ব মিলেছে, যার সুবাদে হ্যাকাররা ইউজারদের সেনসিটিভ ডেটার অ্যাক্সেস পেতে পারে। আর তাই সকল ব্যবহারকারীদের সতর্ক করতে চাইছে সরকার।

অ্যাডভাইজরিতে আরো উল্লেখ করা হয়েছে যে কার্নেল কম্পোনেন্ট, ফ্রেমওয়ার্ক, কোয়ালকম কম্পোনেন্ট এবং সিস্টেমের মধ্যস্থিত ত্রুটির কারণে উপরিউক্ত অ্যান্ড্রয়েড ওএসগুলিতে এই সিকিউরিটি ভালনারেবিলিটির দেখা মিলেছে। আর আগেই বলেছি যে, এই ত্রুটিগুলিকে হাতিয়ার করেই ইউজারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। সেক্ষেত্রে আশার খবর এটাই যে, গুগল (Google) এই ত্রুটিগুলির অস্তিত্বের কথা স্বীকার করেছে, এবং এই সমস্যার সমাধান করতে ইতিমধ্যেই সিকিউরিটি প্যাচ রোলআউট করা শুরু করেছে।

কোম্পানির মতে, এই ত্রুটিগুলির মধ্যে সবচেয়ে গুরুতর হল ফ্রেমওয়ার্ক কম্পোনেন্টে থাকা একটি সিকিউরিটি বাগ। অ্যান্ড্রয়েড সিকিউরিটি বুলেটিন অনুযায়ী, ২০২২ সালের ১ মে থেকে একের পর এক সিকিউরিটি প্যাচ রিলিজ করে সংস্থাটি এই ত্রুটিগুলিকে কাটিয়ে ওঠার চেষ্টা করেছে। ফলে খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিপদমুক্ত হতে পারবেন বলে আশা করা যেতে পারে।

তাই আপনি যদি হ্যাকারদের টার্গেট না হয়ে নিজেকে সুরক্ষিত রাখতে চান, তাহলে অবিলম্বে নিজের স্মার্টফোনটিকে লেটেস্ট ভার্সনে আপডেট করুন। এর জন্য প্রথমে ফোনের সেটিংস (Settings)-এ যান এবং সেখানে সিস্টেম আপডেট (System Update)-এ গিয়ে চেক করুন যে আপনার ডিভাইসের জন্য কোনো লেটেস্ট আপডেট উপলব্ধ রয়েছে কি না। যদি থাকে, তাহলে আর এক মুহূর্তও দেরি না করে তৎক্ষণাৎ নিজের মুঠোফোনটিকে আপডেট করে ফেলুন।