সবচেয়ে সস্তায় কিনুন Samsung Galaxy M51, এই সুযোগ হাতছাড়া করবেন না

কিছু সপ্তাহ আগে ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy M51। এই ফোনটি এখন সবচেয়ে কম দামে পাওয়া যাবে। আসলে Amazon Happiness Upgrade Days অফারে গ্যালাক্সি এম৫১ ফোনটি সস্তায় পাওয়া যাবে। এই ফোনটিকে স্যামসাং, ওয়ানপ্লাস নর্ড কে টেক্কা দেওয়ার জন্য লঞ্চ করেছিল। Galaxy M51 ফোনে পাবেন  ৭,০০০ এমএএইচ ব্যাটারি, কোয়াড রিয়ার ক্যামেরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ইনফিনিটি O ডিসপ্লে।

Samsung Galaxy M51 অফার

ভারতে স্যামসাং গ্যালাক্সি এম ৫১ এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ছিল ২৪,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ২৬,৯৯৯ টাকা। তবে অ্যামাজন সেলে এই ফোনটির দুটি ভ্যারিয়েন্টের ওপর ২,৫০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার পরে Galaxy M51 এর ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট কেনা যাবে ২২,৪৯৯ টাকায়। আবার ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ২৪,৯৯৯ টাকা। এছাড়াও পুরানো ফোন এক্সচেঞ্জ করে অতিরিক্ত ২,৫০০ টাকা পেয়ে যাবেন।

শুধু তাই নয়, Axis Bank এর ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার ১,৫০০ টাকা ডিসকাউন্ট পাবেন ICICI Bank এর ক্রেডিট কার্ড গ্রাহকরা। Citi Bank এর ক্রেডিট ও ডেবিট কার্ড থাকলেও ১,৫০০ টাকা পর্যন্ত অফ পাওয়া যাবে।

Samsung Galaxy M51 স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম৫১ ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার এমোলেড প্লাস ডিসপ্লে সহ এসেছে। ডিসপ্লের প্রটেকশনের জন্য এখানে আছে কর্নিং গরিলা গ্লাস। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক স্যামসাংয়ের নিজস্ব OneUI-এ চলবে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি অক্টা কোর প্রসেসর সহ এসেছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক দেওয়া হয়েছে।

Galaxy M51 ফোনের পিছনে আছে কোয়াড রিয়ার ক্যামেরা। এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮২ প্রাইমারি সেন্সর। অন্য তিনটি ক্যামেরা ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আবার এই ফোনের সামনে আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি এম ৫১ ফোনে দেওয়া হয়েছে ৭,০০০ এমএএইচ এর বড় ব্যাটারি। এরসাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট।